মাকুম রেলওয়ে স্টেশন
মাকুম হল লামডিং-ডিব্রুগড় সেকশনের একটি রেলওয়ে জংশন স্টেশন। এটি ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় অবস্থিত। এটি মাকুম এবং আশেপাশের এলাকায় পরিবেশন করে।
মাকুম রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | আসাম ট্রাঙ্ক রোড, মাকুম জংশন, তিনসুকিয়া জেলা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৭°২৯′১৩″ উত্তর ৯৫°২৬′২১″ পূর্ব |
উচ্চতা | ১৩০ মিটার (৪৩০ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | লামডিং-ডিব্রুগড় সেকশন |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | MJN |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | তিনসুকিয়া রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ১৮৮৩ |
অবস্থান | |
মাকুম আসামের মানচিত্র##ভারতের মানচিত্র মাকুম আসামের মানচিত্র##ভারতের মানচিত্র |
ইতিহাস
ডিব্রুগড় স্টিমার ঘাট থেকে মাকুম পর্যন্ত প্রশস্ত মিটারগেজ লাইন ১৮৮৩ সালের ১৬ জুলাই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়। [1]
চট্টগ্রাম থেকে লুমডিং পর্যন্ত আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা পূর্বে স্থাপিত মিটারগেজ রেলপথটি ১৯০৩ সালে ডিব্রু-সাদিয়া লাইনে তিনসুকিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল। [1] [2]
লামডিং-ডিব্রুগড় সেকশনকে মিটারগেজ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) -এ রূপান্তর৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ) ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ব্রডগেজ ১৯৯৭ সালের শেষের দিকে সম্পন্ন হয়েছিল। [3]
তথ্যসূত্র
- Urban History of India: A Case-Study by Deepali Barua, pages 79-80, আইএসবিএন ৮১-৭০৯৯-৫৩৮-৮ISBN 81-7099-538-8, Mittal Publications, A-110 Mohan Garden, New Delhi – 110059
- "History of Tinsukia Division"। NF Railway। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।
- "Lumding Dibrugarh GC Project"। Process Register। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.