মাওয়ারান্নাহর

মাওয়ারান্নাহর, এছাড়াও ট্রান্সঅক্সানিয়া বা ট্রান্সঅক্সিয়ানা নামেও পরিচিত, মধ্য এশিয়ার অংশবিশেষের প্রাচীন নাম। বর্তমান উজবেকিস্তান, তাজিকিস্তান, দক্ষিণ কিরগিজস্তান ও দক্ষিণপশ্চিম কাজাখস্তান জুড়ে এই অঞ্চল বিস্তৃত। ভৌগলিকভাবে এর অবস্থান আমু দরিয়াসির দরিয়া নদীদ্বয়ের মধ্যে।[1] রোমানরা একে ট্রান্সঅক্সানিয়া (অক্সাস অববাহিকা) বলত। আরবরা একে বলত মাওয়ারান্নহর (নদীর অববাহিকা)।[2] ইরানিদের কাছে এই অঞ্চল তুরান বলে পরিচিত ছিল। ফারসি মহাকাব্য শাহনামায় তুরান নামটি ব্যবহার হয়েছে।[3]

ঐতিহাসিক মাওয়ারান্নাহর (উত্তর পূর্ব)

তথ্যসূত্র

  1. "Transoxania | historical region, Asia"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯
  2. "CENTRAL ASIA iv. In the Islamic Period up to – Encyclopaedia Iranica"www.iranicaonline.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯
  3. Mapping Mongolia : Situating Mongolia in the World from Geologic Time to the Present। Sabloff, Paula L. W.,। Philadelphia: University of Pennsylvania Museum of Archaeology and Anthropology। ২০১১। আইএসবিএন 9781934536315। ওসিএলসি 794700604

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.