মাই ফেয়ার লেডি (চলচ্চিত্র)
মাই ফেয়ার লেডি ইংরেজি: My Fair Lady) হল জর্জ কিউকর পরিচালিত ১৯৬৪ সালের মার্কিন সঙ্গীতধর্মী হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। এটি জর্জ বার্নার্ড শয়ের ১৯১৩ সালের পিগম্যালিয়ন নাটকের ১৯৫৬ সালের লার্নার অ্যান্ড লু মঞ্চের সঙ্গীতনাট্য থেকে চলচ্চিত্রে উপযোগ করা হয়েছে। এর চিত্রনাট্য রচনা করেছেন অ্যালান জে লার্নার। এতে এলিজা ডুলিটল চরিত্রে অভিনয় করেন অড্রি হেপবার্ন এবং হেনরি হিগিন্স চরিত্রে অভিনয় করেন রেক্স হ্যারিসন এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন স্ট্যানলি হলওয়ে, গ্লাডিস কুপার ও উইলফ্রিড হাইড-হোয়াইট। সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে সফল এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ অভিনেতাসহ আটটি বিভাগে অস্কার লাভ করে।
মাই ফেয়ার লেডি | |
---|---|
My Fair Lady | |
পরিচালক | জর্জ কিউকর |
প্রযোজক | জ্যাক এল. ওয়ার্নার |
চিত্রনাট্যকার | অ্যালান জে লার্নার |
উৎস |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | হ্যারি স্ট্র্যাডলিং |
সম্পাদক | উইলিয়াম এইচ. জিগলার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রস.[lower-alpha 1] |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৭০ মিনিট[3] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৭ মিলিয়ন[2] |
আয় | $৭২.৭ মিলিয়ন[2] |
মাই ফেয়ার লেডি চলচ্চিত্রটি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ১৯৯৮ সালে প্রকাশিত সর্বকালের সেরা মার্কিন চলচ্চিত্র তালিকায় ৯১তম স্থান লাভ করেন। এছাড়া ২০০৬ সালের এএফআইয়ের সেরা সঙ্গীতধর্মী চলচ্চিত্র তালিকায় ৮ম স্থান লাভ করে। ২০১৮ সালে লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।
কুশীলব
- অড্রি হেপবার্ন - এলিজা ডুলিটল
- রেক্স হ্যারিসন - প্রফেসর হেনরি হিগিন্স
- স্ট্যানলি হলওয়ে - আলফ্রেড পি. ডুলিটল
- উইলফ্রিড হাইড-হোয়াইট - কর্নেল হিউ পিকারিং
- গ্লাডিস কুপার - মিসেস হিগিন্স
- জেরেমি ব্রেট - ফ্রেডি এইন্সফোর্ড-হিল
- থিওডর বিকেল - জোল্টান কারপ্যাথি
- মোনা ওয়াশবোর্ন - মিসেস পিয়ার্স, হিগিন্সের গৃহপরিচারিকা
- ইসোবেল এলসম - মিসেস এইন্সফোর্ড-হিল
- জন হল্যান্ড - গৃহভৃত্য
কৃতিত্ব দেওয়া হয়নি:
- হেনরি ড্যানিয়েল - ব্রিটিশ রাষ্ট্রদূত
- চার্লস ফ্রেডরিকস - এলিজার কল্পনায় রাজা
- লিলিয়ান কেম্বল-কুপার - নারী রাষ্ট্রদূত
- কুইনি লিওনার্ড - দাঁড়িয়ে থাকা ককনি
- ময়না ম্যাকগিল - লেডি বক্সিংটন
- অ্যালান ন্যাপিয়ার - রানীর কাছে এলিজাকে নিয়ে যাওয়া ব্যক্তি
- বেটি ব্লাইদ - বলে মহিলা
- মার্জরি বেনেট - পাইপ নিয়ে থাকা ককনি
- ফিলো ম্যাককলাফ - বলের অতিথি
- মার্নি নিক্সন - বারের খাদ্য পরিবেশনকারী
- বারবারা পেপার - ডুলিটলের নৃত্যের সঙ্গী
- ব্যারোনেস রথস্চাইল্ড - ট্রানসিলভানিয়ার রানী
- ওয়াল্টার বার্ক - দাঁড়িয়ে থাকা ককনি
পুরস্কার ও মনোনয়ন
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - জ্যাক এল. ওয়ার্নার
- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - জর্জ কিউকর
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - রেক্স হ্যারিসন
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - হ্যারি স্ট্র্যাডলিং
- বিজয়ী: শ্রেষ্ঠ শব্দগ্রহণ জর্জ আর. গ্রোভস, ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও
- বিজয়ী: শ্রেষ্ঠ গৃহীত সুর - আন্দ্রে প্রেভিন
- বিজয়ী: শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা - জিন অ্যালেন, সেসিল বিটন ও জর্জ জেমস হপকিন্স
- বিজয়ী: শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা - সেসিস বিটন
- মনোনীত: শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য - অ্যালান জে লার্নার
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা - উইলিয়াম জিগলার
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - স্ট্যানলি হলওয়ে
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - গ্লাডিস কুপার
- বিজয়ী: সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র
- বিজয়ী: সেরা পরিচালক - জর্জ কিউকর
- বিজয়ী: সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা - রেক্স হ্যারিসন
সংরক্ষণ
চলচ্চিত্রটি ১৯৯৪ সালে জেমস সি. কাৎজ ও রবার্ট এ. হ্যারিস সংরক্ষণ করেন, তারা তিন বছর পূর্বে স্পার্টাকাস চলচ্চিত্র সংরক্ষণ করেছিলেন। এই সংরক্ষণে অর্থায়ন করে সিবিএস, তারা ১৯৭১ সালে ওয়ার্নার ব্রাদার্সের নিকট থেকে চলচ্চিত্রটির স্বত্ব নিয়েছিল।[1] সিবিএস পরবর্তী কালে চলচ্চিত্রটির ২০১৫-এর ব্লু-রে মুক্তির জন্য নতুন ফোরকে সংরক্ষণের জন্য হ্যারিসকে তার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য আহ্বান জানান এবং তারা মূল ক্যামেরার নেগেটিভ ও অন্যান্য প্রাপ্ত ৬৫মিমি উপাদানের এইটকে স্ক্যান নিয়ে কাজ করছে।[5]
আরও দেখুন
টীকা
- ১৯৭১ ও ২০০৯ সালে চলচ্চিত্রটির স্বত্ব সিবিএসকে প্রদান করা হয় এবং বর্তমানে এটি পরিবেশনা করছে এর সহযোগী কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স।[1]
তথ্যসূত্র
- গ্রিমস, উইলিয়াম (আগস্ট ১৫, ১৯৯৪)। "In 'My Fair Lady,' Audrey Hepburn Is Singing at Last"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- "My fair lady"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- "My Fair Lady (1964)"। আইএমডিবি। ডিসেম্বর ২৫, ১৯৬৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- "The 37th Academy Awards | 1965"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- "MORE LOVERLY THAN EVER! HIGH DEFINITION UPGRADE OF ICONIC BELOVED MUSICAL" (Press release)। হলিউড, ক্যালিফোর্নিয়া: প্যারামাউন্ট হোম এন্টারটেইনমেন্ট। সেপ্টেম্বর ১৫, ২০১৪।
বহিঃসংযোগ
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে My Fair Lady
- ইন্টারনেট মুভি ডেটাবেজে My Fair Lady (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে My Fair Lady
- বক্স অফিস মোজোতে My Fair Lady (ইংরেজি)
- রটেন টম্যাটোসে My Fair Lady (ইংরেজি)
টেমপ্লেট:মাই ফেয়ার লেডি টেমপ্লেট:পিগম্যালিয়ন