মাইক নিকোল্‌স

মাইক নিকোল্‌স (ইংরেজি ভাষায়: Mike Nichols) (জন্ম: ৬ নভেম্বর, ১৯৩১ - ১৯ নভেম্বর, ২০১৪) মার্কিন টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র পরিচালক, লেখক ও প্রযোজক। নিকোল্‌স সেই গুটিকয়েক ব্যক্তিদের একজন যারা বিনোদনের সেরা সবগুলো পুরস্কারই অর্জন করেছেন। নিকোল্‌স অস্কার, গোল্ডেন গ্লোব, গ্র্যামি, এমি এবং টনি অ্যাওয়ার্ড, এই সবগুলোই জিতেছেন। সেরা পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন দ্য গ্র্যাজুয়েট সিনেমার জন্য।

Mike Nichols
Nichols in 2004
জন্ম
Mikhail Igor Peschkowsky

(১৯৩১-১১-০৬)৬ নভেম্বর ১৯৩১
মৃত্যু১৯ নভেম্বর ২০১৪(2014-11-19) (বয়স ৮৩)
সমাধিLos Angeles, California, U.S.
মাতৃশিক্ষায়তনUniversity of Chicago
পেশা
কর্মজীবন1955–2014
দাম্পত্য সঙ্গী
  • Patricia Scott (বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬০)
  • Margot Callas (বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৭৪)
  • Annabel Davis-Goff (বি. ১৯৭৫; বিচ্ছেদ. ১৯৮৬)
  • Diane Sawyer (বি. ১৯৮৮)
সন্তান3
আত্মীয়Rachel Nichols (daughter-in-law)
Elaine May, Mike Nichols (1960)

পরিচালিত চলচ্চিত্রসমূহ

বর্ষসিনেমার নামঅস্কার মনোনয়নঅস্কার জয়রটেন টম্যাটোস রেটিং
১৯৬৬হুজ আফ্রেড অব ভার্জিনিয়া উল্‌ফ?১৩৯৬%
১৯৬৭দ্য গ্র্যাজুয়েট৮৯%
১৯৬৮টিচ মি!
১৯৭০ক্যাচ-২২৮৬%
১৯৭১কার্ন্যাল নলেজ৮৮%
১৯৭৩দ্য ডে অব দ্য ডলফিন৬৪%
১৯৭৫দ্য ফরচুন
১৯৮০গিল্ডা লাইভ
১৯৮৩সিল্কউড৮৯%
১৯৮৬হার্টবার্ন৬০%
১৯৮৮বিলক্সি ব্লুজ৭৬%
ওয়ার্কিং গার্ল৮৩%
১৯৯০পোস্টকার্ডস ফ্রম দ্য এজ৮৯%
১৯৯১রিগার্ডিং হেনরি৫০%
১৯৯৪উল্‌ফ৬২%
১৯৯৬দ্য বার্ডকেইজ৭৮%
১৯৯৮প্রাইমারি কালারস৮১%
২০০০হোয়াট প্ল্যানেট আর ইউ ফ্রম?৪৩%
২০০১উইট৭৮%
২০০৩অ্যাঞ্জেলস ইন আমেরিকা৮২%
২০০৪ক্লোজার৬৯%
২০০৭চার্লি উইলসন্‌স ওয়ার৮৩%

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.