মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন
মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Federated States of Micronesia Football Association; এছাড়াও সংক্ষেপে এফএসএমএফএ নামে পরিচিত) হচ্ছে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[1] এই সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যে অবস্থিত।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৯৯ |
---|---|
সদর দপ্তর | মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য |
ফিফা অধিভুক্তি | নেই |
সভাপতি | ![]() |
এই সংস্থাটি মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[2] বর্তমানে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জেফ্রি উইদেল।
তথ্যসূত্র
- "FSMFA History Source"। mywebpages.comcast.net। ১২ জুলাই ২০০২। Archived from the original on ১৪ জুন ২০০২। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০।
- Minahan, James (২৩ ডিসেম্বর ২০০৯)। The Complete Guide to National Symbols and Emblems। ABC-CLIO। পৃষ্ঠা 109। আইএসবিএন 978-0313344978। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৫।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.