মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য জাতীয় ফুটবল দল
মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য জাতীয় ফুটবল দল (ইংরেজি: Federated States of Micronesia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। ১৯৯৯ সালের ১লা জুন তারিখে, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়ামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য গুয়ামের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
![]() | |||
ডাকনাম | চার তারা[1] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন | ||
প্রধান কোচ | স্ট্যান ফোস্টার | ||
মাঠ | ইয়াপ স্পোর্টস কমপ্লেক্স | ||
ফিফা কোড | FSM | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | নেই (৩১ মার্চ ২০২২)[2] | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৩২ ![]() | ||
সর্বোচ্চ | ২১৪ (জুন ২০০৩) | ||
সর্বনিম্ন | ২৩৩ (২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (গুয়াম; ১ জুন ১৯৯৯) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (পালিকির, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য; ১২ জুলাই ১৯৯৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (সুভা, ফিজি; ১ জুলাই ২০০৩) |
২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ইয়াপ স্পোর্টস কমপ্লেক্সে চার তারা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্ট্যান ফোস্টার।
ফিফা এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং ওএফসি নেশন্স কাপে অংশগ্রহণ করতে পারেনি।
র্যাঙ্কিং
ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১৪তম (যা তারা ২০০৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৩। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২৩০ | ![]() |
![]() | ৫৯২ |
২৩১ | ![]() |
![]() | ৫৮০ |
২৩২ | ![]() |
![]() | ৫৬৫ |
২৩৩ | ![]() |
![]() | ৫৬৩ |
২৩৪ | ![]() |
![]() | ৫৪৫ |
তথ্যসূত্র
- Minahan, James (২৩ ডিসেম্বর ২০০৯)। The Complete Guide to National Symbols and Emblems। ABC-CLIO। পৃষ্ঠা 109। আইএসবিএন 978-0313344978। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৫।
- "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)