মাইক্রোটরেন্ট

মাইক্রোটরেন্ট (µTorrent) বা ইউটরেন্ট (uTorrent) বা সংক্ষিপ্তভাবে "µT" অথবা "uT" হচ্ছে বিটটরেন্ট ইনকোর্পোরেটেড মালিকানাধীন মুক্ত, বিজ্ঞাপন সমর্থিত (অ্যাডওয়্যার), ক্লোসড সোর্স, বিটটরেন্ট ক্লায়েন্ট। যা চীনের বাইরে (চীনে জুনলেই অধিক জনপ্রিয়) সবচেয়ে জনপ্রিয় বিটটরেন্ট ক্লায়েন্ট। µ হচ্ছে (মূলত গ্রীক বর্ণ মিউ থেকে এসেছে) মাইক্রোর মেট্রিক প্রতীক

মাইক্রোটরেন্ট
µTorrent
মূল উদ্ভাবকলাডভিগ স্ট্রাজিয়াস
উন্নয়নকারীবিটটরেন্ট ইনকোর্পোরেটেড
প্রাথমিক সংস্করণ১৮ সেপ্টেম্বর ২০০৫ (2005-09-18)
যে ভাষায় লিখিতসি++
অপারেটিং সিস্টেমএনড্রয়েড (২.১ ও এর পরের সংস্করণসমূহে),[1] লিনাক্স ( ওয়াইন ব্যবহারের মাধ্যমে সমর্থিত;[2] native version in development[3]), মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএয (১০.৫; ইন্টেল এবং পিপিসি)
আকার৭.৪৪ মেগাবাইট (এনড্রয়েড)
১.৪৯ মেগাবাইট (লিনাক্স)
১.৫৯ মেগাবাইট (মাইক্রোসফট উইন্ডোজ)
২.৬৯ মেগাবাইট (ম্যাক ওএস)
উপলব্ধ৬৭টি ভাষায়
ধরনবিটটরেন্ট সাইলেন্ট
লাইসেন্সবিজ্ঞাপন সমর্থিত
ওয়েবসাইটwww.utorrent.com

২০০৫ সালে প্রথম মুক্তির পর থেকেই এই প্রোগ্রামটি উন্নয়নের মাঝে রয়েছে। যদিও ২০০৬ সালের ৭ই ডিসেম্বর থেকে লাডভিগ স্ট্রাজিয়াস এর মূল উন্নয়নের দায়িত্বে রয়েছেন। এই সফটওয়্যারের কোডটি বিটটরেন্ট ইনকোর্পোরেটেড কর্তৃক মালিকানাধীন ও রক্ষণাবেক্ষণকৃত। ইউটরেন্ট মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্সএনড্রয়েড অপারেটিং সিস্টেমে চালানো যায় এবং সকল সংস্করণই সি++ প্রোগ্রামিং ভাষায় লেখা।

তথ্যসূত্র

  1. BitTorrent (মার্চ ৭, ২০১৩)। "µTorrent Beta - Torrent App"Google PlayGoogle। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১৩
  2. "Wine Support Honor Roll"। ২০১১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৬
  3. "µTorrent For Linux Is Coming, Finally"। TorrentFreak। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৪

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.