মাইকেল লাউড্রপ

মাইকেল লাউড্রপ (ইংরেজি: Michael Laudrup)(জন্ম: ১৫ই জুন, ১৯৬৪) ডেনমার্কের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার সবচেয়ে বিখ্যাত অর্জনগুলির একটি হল স্পেনের বার্সেলোনা ক্লাবের হয়ে পরপর চারটি লা লিগা শিরোপো জয়। এরপর তিনি আলোচিত দলবদলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগ দিয়েই পরপর পঞ্চমবার লা-লিগা শিরোপোর গর্বের অংশীদার হন। ১৯৮২ সালে নিজের ১৮ তম জন্মদিনে ডেনমার্ক জাতীয় দলে তার অভিষেক। দেশের পক্ষে ১০৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৭টি। এর মাঝে শেষ ২৭টি ম্যাচে দলের অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য ১৯৯৫ কনফেডারেশন্স কাপ জয়। ১৯৯৮ সালে তিনি খেলোয়াড়ী জীবনের ইতি টানেন।

মাইকেল লাউড্রপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইকেল লাউড্রপ[1]
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার
যুব পর্যায়
0000–১৯৭৩ Vanløse
১৯৭৩–১৯৭৬ Brøndby
১৯৭৭–১৯৮১ KB
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮১–১৯৮২ KB ১৪ (৩)
১৯৮২–১৯৮৩ Brøndby ৩৮ (২৪)
১৯৮৩–১৯৮৯ জুভেন্টাস ১০২ (১৬)
১৯৮৩–১৯৮৫Lazio (loan) ৬০ (৯)
১৯৮৯–১৯৯৪ বার্সেলোনা ১৬৭ (৪৯)
১৯৯৪–১৯৯৬ রিয়াল মাদ্রিদ ৬২ (১২)
১৯৯৬–১৯৯৭ Vissel Kobe ১৫ (৬)
১৯৯৭–১৯৯৮ আয়াক্স ২১ (১১)
মোট ৪৭৯ (১৩০)
জাতীয় দল
১৯৮০ Denmark U-17 (২)
১৯৮০–১৯৮১ Denmark U-19 ১৯ (১২)
১৯৮২ Denmark U-21 (০)
১৯৮২–১৯৯৮ ডেনমার্ক ১০৪ (৩৭)
পরিচালিত দল
২০০০–২০০২ ডেনমার্ক (সহকারী ম্যানেজার)
২০০২–২০০৬ Brøndby
২০০৭–২০০৮ Getafe
২০০৮–২০০৯ Spartak Moscow
২০১০–২০১১ Mallorca
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সাহিত্য

  • (ইতালীয়) Bruno Bernardi, "Michael Laudrup", Italy, 1986
  • (ডেনীয়) Flemming Nielsen and Vagn Nielsen, "Fodboldkunstneren Michael Laudrup : rundt om en stjerne", Denmark, 1986
  • (ডেনীয়) Michael Laudrup, "Mod nye mål", Denmark, 1989, আইএসবিএন ৮৭-৫৫৯-০৮৪৮-৯
  • (ডেনীয়) Jakob Kvist, "Ambassadøren – en bog om Michael Laudrup", Denmark, 1996 (4th edition, 2001), আইএসবিএন ৮৭-৫৮৩-১২৮৫-৪
  • (ডেনীয়) Palle "Banks" Jørgensen, "Landsholdenes 2198 profiler", Danmark, 2004, আইএসবিএন ৮৭-৮৯৫৬৪-০৪-৯

চলচ্চিত্র

  • (ডেনীয়) Jørgen Leth, "মাইকেল লাউড্রপ – একজন ফুটবল খেলোয়াড়", ডেনমার্ক, ১৯৮৬

তথ্যসূত্র

  1. Gaarskjær, Jesper (২০১০)। Barça: Historien om FC Barcelona। København: Gyldendal। পৃষ্ঠা 135। আইএসবিএন 978-87-02-08764-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.