মাইকেল বালাক

মাইকেল বালাক একজন জার্মান ফুটবলার। তিনি ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে জার্মানির জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেন।

মাইকেল বালাক
বালাক ২০১৪ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইকেল বালাক[1]
জন্ম (1976-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৭৬
জন্ম স্থান গোরলিটয, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৮৮ মি (৬ ফু ২ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৮৩–১৯৯৫ Chemnitzer FC
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৫–১৯৯৭ Chemnitzer FC II ১৮ (৫)
১৯৯৫–১৯৯৭ Chemnitzer FC ৪৯ (১০)
১৯৯৭–১৯৯৮ 1. FC Kaiserslautern II ১৭ (৮)
১৯৯৭–১৯৯৯ 1. FC Kaiserslautern ৪৬ (৪)
১৯৯৯–২০০২ বায়ার লেভারকুজেন ৭৯ (২৭)
২০০২–২০০৬ বায়ার্ন মিউনিখ ১০৭ (৪৪)
২০০৬–২০১০ চেলসি ১০৫ (১৭)
২০১০–২০১২ বায়ার লেভারকুজেন ৩৫ (২)
মোট ৪৫৬ (১১৭)
জাতীয় দল
১৯৯৬–১৯৯৮ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৯ (৭)
১৯৯৯–২০১০ জার্মানি ৯৮ (৪২)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Germany 2006 – List of Players" (পিডিএফ)। Fédération Internationale de Football Association (FIFA)। পৃষ্ঠা 12। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩
  2. "Player Profile: Michael Ballack"। chelseafc.com। ২৬ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.