মহেন্দ্র নাগামুতু

মহেন্দ্র বীরেন নাগামুতু (তামিল: மகேந்திர வீரன் நாகமுத்து; জন্ম: ৯ অক্টোবর, ১৯৭৫) বারবাইসের হুইম এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।[1][2][3] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০ থেকে ২০০২ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

মহেন্দ্র নাগামুতু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমহেন্দ্র বীরেন নাগামুতু
জন্ম (1975-10-09) ৯ অক্টোবর ১৯৭৫
হুইম, বারবাইস, গায়ানা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্করোহন কানহাই (কাকা)
আলভিন কালীচরণ (কাকা)
বিশাল নাগামুতু (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৩৫)
৩১ আগস্ট ২০০০ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৯ অক্টোবর ২০০২ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০০)
১৬ জুলাই ২০০০ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই৩ ডিসেম্বর ২০০২ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৪ - ২০০৯গায়ানা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৪ ১০২ ১০৭
রানের সংখ্যা ১৮৫ ১৬২ ২,৫৮৭ ৭১৯
ব্যাটিং গড় ২৬.৪২ ১৩.৫০ ১৯.০২ ১৭.৫৩
১০০/৫০ ০/১ ০/০ ১/৭ ০/১
সর্বোচ্চ রান ৬৮ ৩৩ ১০০ ৬৩
বল করেছে ১,৪৯৪ ১,১৮৯ ২৪,৮০১ ৫,৩৮২
উইকেট ১২ ১৮ ৩৭০ ১৪২
বোলিং গড় ৫৩.০৮ ৫৫.৪৪ ২৯.২২ ২৫.১১
ইনিংসে ৫ উইকেট ১৩
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/১১৯ ৪/৩২ ৭/৭৬ ৫/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৬/– ৭৯/– ৩৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ অক্টোবর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। লেগ ব্রেক বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন মহেন্দ্র নাগামুতু

খেলোয়াড়ী জীবন

১৯৯৪-৯৫ মৌসুম থেকে মহেন্দ্র নাগামুতু’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও চব্বিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মহেন্দ্র নাগামুতু। ৩১ আগস্ট, ২০০০ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ অক্টোবর, ২০০২ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

২০০০-০১ মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬৮ রান করেছিলেন। লেগ ব্রেক বোলিংয়ে দক্ষ থাকা সত্ত্বেও ব্যাটসম্যান হিসেবে বুক বরাবর উঠে আসা বলগুলোকে সাবলীল ভঙ্গীমায় স্বাচ্ছন্দ্যে মোকাবেলা করেছিলেন। আক্রমণাত্মক ঢংয়ের অধিকারী বামহাতি ব্যাটসম্যান মহেন্দ্র নাগামুতু অসাধারণ ফিল্ডার হিসেবেও সুনাম কুড়িয়েছেন।

ব্যক্তিগত জীবন

ভারতীয় বংশোদ্ভূত অপর দুই বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান - রোহন কানহাইআলভিন কালীচরণের ভাইপো তিনি। তার আরেক ভাই বিশাল নাগামুতু গায়ানার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন।

তথ্যসূত্র

  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  3. "West Indies – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.