মহুয়া কমিউটার

টেমপ্লেট:নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন মহুয়া কমিউটার (ট্রেন নং ৪৩−৪৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন[1] এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ময়মনসিংহগাজীপুর জেলাকে সংযুক্ত করেছে। ঢাকা−মোহনগঞ্জ রেলপথে এই ট্রেনের পাশাপাশি মোহনগঞ্জ এক্সপ্রেসহাওর এক্সপ্রেস চলাচল করে।[2]

মহুয়া কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাসচল
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
শেষমোহনগঞ্জ রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৬ ঘণ্টা ৩০ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং৪৩−৪৪
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)
রক্ষণাবেক্ষণঢাকা

স্টেশন তালিকা

মহুয়া কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:

সময়সূচি

মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে দেওয়া হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে, মোহনগঞ্জ পৌঁছায় দুপুর ২টা ৫০ মিনিটে।
  • মোহনগঞ্জ থেকে ছাড়ে বিকাল ৩টা ২০ মিনিটে, ঢাকা পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।

দুর্ঘটনা

  • ১৯ সেপ্টেম্বর, ২০২০: হিরণপুরে মোহনগঞ্জগামী ট্রেনটির সাথে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রেনের লোকোমোটিভ ২৩১২ ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তথ্যসূত্র

  1. Mymensingh, আজকের ময়মনসিংহ-Ajker। "মহুয়া কমিউটার লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ"Ajker Mymensingh। ২০২০-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২
  2. "আসছে নতুন ট্রেন 'মোহনগঞ্জ এক্সপ্রেস'"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.