মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক

মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ। মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের উপযোগী নির্ধারিত ২০ ওভারের খেলায় সর্বোচ্চ ১৫০ মিনিটের মধ্যে প্রতি দলের ইনিংস সম্পন্ন হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষ ১০ র‌্যাঙ্কিংধারী দেশগুলো মহিলাদের ক্রিকেটে অংশ নেয়।[1] আগস্ট, ২০০৪ সালে ইংল্যান্ডনিউজিল্যান্ডের মধ্যকার সর্বপ্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে।[2] এরফলে পুরুষদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের তুলনায় মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক ছয় মাস পূর্বে অনুষ্ঠিত হয়।[3]

অংশগ্রহণকারী দল

একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মর্যাদা পাওয়ায় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ১০টি দল সরাসরি অংশ নিচ্ছে।[4] দলগুলো হলো:-

এছাড়াও নিম্নবর্ণিত দলটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করলেও তারা টুয়েন্টি২০ মর্যাদার অধিকারী দল নয়। তবে ভবিষ্যতে তারা পুনরায় এ মর্যাদার অধিকারী হতে পারবে।

র‌্যাঙ্কিং

আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থানদলখেলাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া১৯৫,৩১৬২৮০
 নিউজিল্যান্ড২৫৬,৯২৮২৭৭
 ইংল্যান্ড১৯৫,২৩৯২৭৬
 ওয়েস্ট ইন্ডিজ১৯৪,৯২৮২৫৯
 ভারত২৭৬,৭৩৩২৪৯
 দক্ষিণ আফ্রিকা২১৫,১০৭২৪৩
 পাকিস্তান২৪৫,৪৫১২২৭
 শ্রীলঙ্কা২৩৪,৭৭০২০৭
 বাংলাদেশ২৭৫,২০৯১৯৩
১০  আয়ারল্যান্ড১৩২,৪৪৭১৮৮
১১  স্কটল্যান্ড১,১৯৯১৫০
১২  থাইল্যান্ড২৮৪,০৭৬১৪৬
১৩  জিম্বাবুয়ে১৪২,০২৯১৪৫
১৪  সংযুক্ত আরব আমিরাত১৬২,০৮১১৩০
১৫  উগান্ডা২০২,৫৩২১২৭
১৬  কেনিয়া৯৬৫১২১
১৭  পাপুয়া নিউগিনি১০১,১৯৮১২০
১৮    নেপাল৯৩৩১১৭
১৯  সামোয়া৩১৮১০৬
২০  তানজানিয়া১৮১,৬০৬৮৯
২১  হংকং১৫১,২১৯৮১
২২  ইন্দোনেশিয়া৫৬২৮০
২৩  নেদারল্যান্ডস৬৮২৭৬
২৪  কাতার৩৬৮৭৪
২৫  চীন১২৮৭০৭৩
২৬  নামিবিয়া২০১,২৬১৬৩
২৭  জাপান২৮৪৫৭
২৮  বতসোয়ানা১০৪৮৮৪৯
২৯  আর্জেন্টিনা১৪৬৭৪৪৮
৩০  সিয়েরা লিওন৪০০৪৪
৩১  মালয়েশিয়া২০৮৬২৪৩
৩২  জার্মানি২৫৭৪৩
৩৩  ওমান১৪৫৩৬
৩৪  ব্রাজিল১৮৫৯৭৩৩
৩৫  ভানুয়াতু৮৭২৯
৩৬  ফ্রান্স১২৫২৫
৩৭  মোজাম্বিক১০২১৪২১
৩৮  ডেনমার্ক৯৮২০
৩৯  জাম্বিয়া৩৪১১
৪০  মালাউই৬৮১০
৪১  বেলজিয়াম৪৩
৪২  চিলি১৩৮৬
৪৩  পেরু১১
৪৪  লেসোথো
৪৫  ইসোয়াতিনি
৪৬  সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

পরিসংখ্যান ও রেকর্ড

সংক্ষিপ্ত ফলাফল

দলখেলার সংখ্যাজয়পরাজয়টাইফলাফল হয়নি % জয়
 অস্ট্রেলিয়া৭২৪৩২৭৬১.১১
 বাংলাদেশ২৩১৮২১.৭৩
 ইংল্যান্ড৮৫৬০২২৭২.৬১
 ভারত৫২২৫২৭৪৮.০৭
 আয়ারল্যান্ড৩৩২৬২১.২১
 নেদারল্যান্ডস১১১০০.০০
 নিউজিল্যান্ড৭১৩৮৩০৫৫.৭১
 পাকিস্তান৫৪২২৩০৪২.৪৫
 দক্ষিণ আফ্রিকা৫২২১৩০৪১.১৭
 শ্রীলঙ্কা৪৫১২৩০২৮.৫৭
 ওয়েস্ট ইন্ডিজ৭৪৪৩২৬৬১.৮০

সূত্র: Cricinfo, ২১ অক্টোবর, ২০১৪ অনুযায়ী। ফলাফলবিহীন অবস্থাকে শতাংশের বাইরে ও টাইকে অর্ধ-জয় হিসেবে ধরা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Women's Twenty20 Playing Conditions" (পিডিএফ)International Cricket Council। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১০
  2. Miller, Andrew (৬ আগস্ট ২০০৪)। "Revolution at the seaside"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১০
  3. English, Peter (১৭ ফেব্রুয়ারি ২০০৫)। "Ponting leads as Kasprowicz follows"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১০
  4. "ICC Global Rankings (as at 23 August 2012) Women's Twenty20 Cricket" (পিডিএফ)International Cricket Council। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.