মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব (আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব ২০১৮ পর্যন্ত) একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে মহিলা টি২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিযোগিতাটি প্রথমবার অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডের ডাবলিনে ২০১৩ সালে। উক্ত প্রতিযোগিতা বৃষ্টির কারণে বাধাগ্রস্থ হওয়ায় পাকিস্তানশ্রীলঙ্কা শিরোপা ভাগাভাগি করে নেয়।নেদারল্যান্ডস কে তৃতীয় স্থান নির্ধারণী খেলার প্লে-অফে পরাজিত করে আয়ারল্যান্ডও প্রতিযোগিতার জন্য বাছাইযোগ্যতা অর্জন করে।[1] থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০১৫ সালের প্রতিযোগিতায় চূড়ান্ত বাছাইকৃত দলের সংখ্যা ৩ থেকে কমিয়ে (ফাইনাল খেলতে যাওয়া দুটি দল) ২ এ নিয়ে আসা হয়। সেই প্রতিযোগিতায় বাংলাদেশআয়ারল্যান্ডকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকরা হয়। [2]

মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনডব্লিউটি২০আই
প্রথম টুর্নামেন্ট২০১৩
শেষ টুর্নামেন্ট২০১৯
পরবর্তী টুর্নামেন্ট২০২২
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিনপ্লে-অফ
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ (২য় শিরোপা)
সর্বাধিক সফল বাংলাদেশ (২টি শিরোপা)

ফলাফল

সাল আয়োজক মাঠ ফাইনাল
বিজয়ী ফলাফল রানার আপ
২০১৩  আয়ারল্যান্ড ডাবলিন  পাকিস্তান
 শ্রীলঙ্কা
ফলাফল হয়নি - শিরোপা ভাগাভাগি
স্কোরকার্ড
২০১৫  থাইল্যান্ড ব্যাংকক  আয়ারল্যান্ড
১০৬/৮ (২০ ওভার)
আয়ারল্যান্ড ২ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
 বাংলাদেশ
১০৫/৩ (২০ ওভার)
২০১৮  নেদারল্যান্ডস ইউট্রেখ্ট‌  বাংলাদেশ
১২২/৯ (২০ ওভার)
বাংলাদেশ ২৫ রানে বিজয়ী
স্কোরকার্ড
 আয়ারল্যান্ড
৯৫ (১৮.৪ ওভার)
২০১৯  স্কটল্যান্ড ডানডি  বাংলাদেশ
১৩০/৫ (২০ ওভার)
বাংলাদেশ ৭০ রানে বিজয়ী
স্কোরকার্ড
 থাইল্যান্ড
৬০/৭ (২০ ওভার)

দল অনুযায়ী অবদান

ব্যবহৃত চিহ্ন
  • ১ম - চ্যাম্পিয়ন
  • ২য় - রানার আপ
  • ৩য় - তৃতীয় স্থান
  • Q - আগত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত
  • § - দল প্রযোগিতার যোগ্যতা অর্জন করে কিন্তু পরে তুলে নেয় বা বাজেয়াপ্ত করা হয়।
  • × - ভিন্ন পন্থায় বিশ্বকাপের জন্য বাছাইকৃত
  • দুইটি দলের দ্বারা ভাগাভাগি করা স্থানটির নিচে দাগ
  •      স্বাগতিক
দল
২০১৩

২০১৫

২০১৮

২০১৯

২০২২
মোট
 বাংলাদেশ ×২য়১ম১মQ
 কানাডা ৭ম
 চীন ৬ষ্ঠ
 আয়ারল্যান্ড ৩য়১ম২য়৩য়Q
 জাপান ৭ম
 নেদারল্যান্ডস ৪র্থ৮ম৮ম৬ষ্ঠ
 পাকিস্তান ১ম××××
 পাপুয়া নিউগিনি ৫ম৪র্থ৪র্থQ
 স্কটল্যান্ড ৪র্থ৩য়৫মQ
 শ্রীলঙ্কা ১ম××××
 থাইল্যান্ড ৫ম৭ম৫ম২য়Q
 উগান্ডা ৬ষ্ঠ
 সংযুক্ত আরব আমিরাত ৭মQ
 মার্কিন যুক্তরাষ্ট্র ৭মQ
 জিম্বাবুয়ে ৬ষ্ঠ৩য়§Q
 নামিবিয়া[3] ৮ম

৭ আগস্ট ২০১৯, আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী জিম্বাবুয়েকে আইসিসির সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে স্থগিত করা হলে, আঞ্চলিক প্রতিযোগিতায় রানার-আপ দল হিসাবে নামিবিয়া উক্ত প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়।[3]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. (1 August 2013). "Ireland hold nerve to seal World T20 berth" – ESPNcricinfo. Retrieved 29 June 2015.
  2. (28 May 2015). "Thailand to host ICC Women's T20 Qualifier" – ESPNcricinfo. Retrieved 29 June 2015.
  3. "Nigeria awarded men's T20 World Cup Qualifiers entry"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.