মহিলাদের একদিনের আন্তর্জাতিক

মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) মহিলাদের সীমিত ওভারের ক্রিকেট খেলার একটি স্তর। পুরুষদের ক্রিকেটের সাথে মিল রেখে খেলায় উভয় দল ৫০ ওভার বোলিং করে থাকে। ১৯৭৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম মহিলাদের বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো মহিলাদের ওডিআই অনুষ্ঠিত হয়েছিল। ঐ খেলায় স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল আন্তর্জাতিক একাদশকে পরাজিত করে।

অংশগ্রহণকারী দল

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে যে, কেবলমাত্র শীর্ষ-১০ র‌্যাঙ্কিংধারী দলগুলো টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের মর্যাদা লাভ করবে। ২০১১ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে শীর্ষ-৬ স্থানে অবস্থান না করায় নেদারল্যান্ডস তাদের ওডিআই মর্যাদা হারায়। শীর্ষ-৪ দলের একদিনের আন্তর্জাতিকের মর্যাদা থাকায় তাদেরকে বাছাইপর্বে খেলার প্রয়োজন পড়েনি। বাংলাদেশ দল নেদারল্যান্ডসের পরিবর্তে একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। [1] নিম্নবর্ণিত দেশসমূহ বর্তমানে ওডিআই মর্যাদার অধিকারী:

নিম্নবর্ণিত দলগুলো ওডিআই খেলার যোগ্যতা রাখলেও বর্তমানে তাদের ওডিআই মর্যাদা নেই। তবে ভবিষ্যতে তারা এ মর্যাদার অধিকারী হতে পারবে।

নিম্নবর্ণিত চারটি দলের একদিনের আন্তর্জাতিকের মর্যাদা ছিল কিন্তু বর্তমানে তারা এ খেলায় অংশগ্রহণ করছে না। তন্মধ্যে তিনটি দলই ১৯৭৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলেছিল। চারটি সাবেক দল হলো:

  • আন্তর্জাতিক একাদশ (১৯৭৩-১৯৮১/৮২)
  • জামাইকা (কেবলমাত্র ১৯৭৩)
  • ত্রিনিদাদ ও টোবাগো (কেবলমাত্র ১৯৭৩)
  • ইয়ং ইংল্যান্ড (কেবলমাত্র ১৯৭৩)

র‌্যাঙ্কিং

আইসিসি মহিলা ওডিআই র‌্যাঙ্কিং
অবস্থানদলখেলাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া২১৩৩৭৯১৬১
 ইংল্যান্ড২৫২৯৮৩১১৯
 দক্ষিণ আফ্রিকা২৯৩৩৯০১১৭
 ভারত২৬২৯৩৪১১৩
 নিউজিল্যান্ড২৬২৩৯২৯২
 ওয়েস্ট ইন্ডিজ২২১৮৭২৮৫
 পাকিস্তান২০১৪৯৬৭৫
 বাংলাদেশ৩০৬৬১
 শ্রীলঙ্কা১১৫১৯৪৭
১০  আয়ারল্যান্ড২৫১৩
সূত্র: আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, ক্রিকইনফো ওডিআই র‌্যাঙ্কিং ৩ নভেম্বর, ২০২১

দলগত পরিসংখ্যান

দল মেয়াদকাল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি  % জয়
 অস্ট্রেলিয়া১৯৭৩-২০১৪২৭৫২১২৫৬৭৮.৯৯
 বাংলাদেশ২০১১-২০১৪১৬১২৭৫.০০
 ডেনমার্ক১৯৮৯-১৯৯৯৩৩২৭১৮.১৮
 ইংল্যান্ড১৯৭৩-২০১৪২৮৯১৬৫১১২১০৫৯.৪৯
 ভারত১৯৭৮-২০১৪২১১১০৯৯৭৫২.৮৯
 আন্তর্জাতিক একাদশ১৯৭৩-১৯৮২১৮১৪১৭.৬৪
 আয়ারল্যান্ড১৯৮৭-২০১৪১৩০৩৮৮৭৩০.৪০
 জ্যামাইকা১৯৭৩২০.০০
 জাপান২০০৩০.০০
 নেদারল্যান্ডস১৯৮৪-২০১১১০১১৯৮১১৯.০০
 নিউজিল্যান্ড১৯৭৩-২০১৪২৭৮১৩৬১৩৪৫০.৩৬
 পাকিস্তান১৯৯৭-২০১৪১১২৩১৭৯২৮.১৮
 স্কটল্যান্ড২০০১-২০০৩১২.৫০
 দক্ষিণ আফ্রিকা১৯৯৭-২০১৪১১৫৫৪৫৪৫০.০০
 শ্রীলঙ্কা১৯৯৭-২০১৪১১০৪৯৫৭৪৬.২২
 ত্রিনিদাদ ও টোবাগো১৯৭৩৩৩.৩৩
 ওয়েস্ট ইন্ডিজ১৯৭৯-২০১৪১২৬৬২৫৯৫১.২২
ইয়ং ইংল্যান্ড১৯৭৩১৬.৬৬
উৎস: ক্রিকইনফো, সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০১৪। জয়ের শতাংশের বাইরে ফলাফলবিহীন রাখা হয়েছে। এছাড়াও টাই হলে অর্ধ-জয় ধরা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Ireland and Bangladesh secure ODI status"। ICC। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১১

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.