মহিলাদের অ্যাশেজ
মহিলাদের অ্যাশেজ সিরিজ মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ক্রিকেট সিরিজ যা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এই নামটি পুরুষদের ঐতিহাসিক সিরিজ দি অ্যাশেজ থেকে এসেছে। ২০১৩ সাল থেকে এই সিরিজে পয়েন্ট পদ্ধতি চালু হয়। টেস্ট খেলা জিতলে ৪ পয়েন্ট (পূর্বে ৬ পয়েন্ট)[1], ড্র করলে উভয় দল ২ পয়েন্ট। এছাড়া সীমিত ওভারের ক্রিকেট অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ও টি২০আই জিতলে প্রতিটিতে ২ পয়েন্ট করে পাওয়া যায়।
মহিলাদের অ্যাশেজ সিরিজ | |
---|---|
![]() ২০১৭–১৮ মহিলাদের অ্যাশেজ সিরিজের প্রতীক | |
দেশ | ![]() ![]() |
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | তিন পদ্ধতিতেই, পয়েন্ট ভিত্তিক |
প্রথম টুর্নামেন্ট | ১৯৩৪–৩৫ |
শেষ টুর্নামেন্ট | ২০১৯ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২১-২২ |
প্রতিযোগিতার ধরন | সিরিজ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
![]() |
ফলাফল
আয়োজক | খেলা | অস্ট্রেলিয়া জিতেছে | ইংল্যান্ড জিতেছে | ড্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
সকল সিরিজ | ২৩ | ৯ | ৬ | ৮ | [2] |
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সিরিজ | ১১ | ৫ | ৩ | ৩ | [2] |
ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজ | ১২ | ৪ | ৩ | ৫ | [2] |
সিরিজ সমূহ
- ১–১৮টি সিরিজ টেস্ট ম্যাচের ভিত্তিতে ফলাফল ঘোষিত হয়
সিরিজ | বছর | আয়োজক | প্রথম ম্যাচ | টেস্ট ম্যাচের সংখ্যা | ![]() | ![]() | ড্র | সিরিজ জয়ী | ধারক |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৯৩৪–৩৫ | অস্ট্রেলিয়া | ২৮ ডিসেম্বর ১৯৩৪ | ৩ | ০ | ২ | ১ | ইংল্যান্ড | ইংল্যান্ড |
২ | ১৯৩৭ | ইংল্যান্ড | ১২ জুন ১৯৩৭ | ৩ | ১ | ১ | ১ | ড্র |
তথ্যসূত্র
- (২০১৫ সিরিজের আগে ৬ পয়েন্ট করে দেওয়া হত।) Women's Ashes 2015: England v Australia schedule announced, BBC News, 11 November 2014.
- "Records – Women's Ashes –All Matches- Team Records"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.