মহিলাদের অ্যাশেজ

মহিলাদের অ্যাশেজ সিরিজ মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ক্রিকেট সিরিজ যা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এই নামটি পুরুষদের ঐতিহাসিক সিরিজ দি অ্যাশেজ থেকে এসেছে। ২০১৩ সাল থেকে এই সিরিজে পয়েন্ট পদ্ধতি চালু হয়। টেস্ট খেলা জিতলে ৪ পয়েন্ট (পূর্বে ৬ পয়েন্ট)[1], ড্র করলে উভয় দল ২ পয়েন্ট। এছাড়া সীমিত ওভারের ক্রিকেট অর্থাৎ একদিনের আন্তর্জাতিকটি২০আই জিতলে প্রতিটিতে ২ পয়েন্ট করে পাওয়া যায়।

মহিলাদের অ্যাশেজ সিরিজ
২০১৭–১৮ মহিলাদের অ্যাশেজ সিরিজের প্রতীক
দেশ অস্ট্রেলিয়া
 ইংল্যান্ড
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনতিন পদ্ধতিতেই, পয়েন্ট ভিত্তিক
প্রথম টুর্নামেন্ট১৯৩৪–৩৫
শেষ টুর্নামেন্ট২০১৯
পরবর্তী টুর্নামেন্ট২০২১-২২
প্রতিযোগিতার ধরনসিরিজ
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (৯ম শিরোপা)
সর্বাধিক সফল অস্ট্রেলিয়া (৯টি শিরোপা)
সর্বাধিক রান শার্লত এডওয়ার্ডস (১৫৩৪)
সর্বাধিক উইকেট বেটি উইলসন (৫৩)
২০২১–২২ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ফলাফল

আয়োজকখেলাঅস্ট্রেলিয়া জিতেছেইংল্যান্ড জিতেছেড্রতথ্যসূত্র
সকল সিরিজ২৩[2]
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সিরিজ১১[2]
ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজ১২[2]

সিরিজ সমূহ

১–১৮টি সিরিজ টেস্ট ম্যাচের ভিত্তিতে ফলাফল ঘোষিত হয়
সিরিজবছরআয়োজকপ্রথম ম্যাচটেস্ট ম্যাচের সংখ্যা অস্ট্রেলিয়া জিতেছে ইংল্যান্ড জিতেছেড্রসিরিজ জয়ীধারক
১৯৩৪–৩৫অস্ট্রেলিয়া২৮ ডিসেম্বর ১৯৩৪ইংল্যান্ডইংল্যান্ড
১৯৩৭ইংল্যান্ড১২ জুন ১৯৩৭ড্র

তথ্যসূত্র

  1. (২০১৫ সিরিজের আগে ৬ পয়েন্ট করে দেওয়া হত।) Women's Ashes 2015: England v Australia schedule announced, BBC News, 11 November 2014.
  2. "Records – Women's Ashes –All Matches- Team Records"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.