মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা (ইংরেজি: Mahimaganj Alia Kamil Madrasha) মহিমাগঞ্জ ইউনিয়ন এ অবস্থিত একটি কামিল মাদ্রাসা[2] মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা।

Mahimaganj Alia Kamil Madrasha
মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা
মাদ্রাসা ভবনের একাংশ
নীতিবাক্যশিক্ষাই জাতির মেরুদণ্ড
ধরনবিশ্ববিদ্যালয় মাদ্রাসা
স্থাপিত১৯৩৯ খ্রীস্টাব্দ
প্রতিষ্ঠাতাআহমেদ হোসেইন ( তৎকালীন পূর্ব পাকিস্তানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রনালয়ের মন্ত্রী )
অধ্যক্ষমোঃ মোখলেসুর রহমান
অবস্থান
সংক্ষিপ্ত নামমহিমাগঞ্জ মাদ্রাসা
ক্রীড়াফুটবল, ক্রিকেট
Map

ইতিহাস

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা উত্তরবঙ্গ তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান । অবিভক্ত বাংলার কৃষিমন্ত্রী জনাব মরহুম আহমেদ হোসেইন সাহেব ০১/০১/১৯৩৯ ইং সালে প্রতিষ্ঠা করেন ।

তারপর কামিল, হাদিস, তাফসীর ও ফিকহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল বি.এস.সি তে রুপান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল পর্যন্ত স্থায়ী ছিলো। এরপর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।

সহশিক্ষা কর্মসূচী

  • স্কাউটিং
  • খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
  • বিতর্ক
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শিক্ষা সফর ইত্যাদি

অবকাঠামো

মাদ্রাসার অধিনে একটি ঈদগাহ মাঠ রয়েছে, যেটি গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ । মাদ্রাসায় একটি মসজিদ রয়েছে । এই মসজিদটি আহমেদ হোসেইন ১৯৪৫ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠা করেন । এছাড়া মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য একটি ছাত্রাবাস রয়েছে ।

১৯৪৫ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত মহিমাগঞ্জ মাদ্রাসা মসজিদ

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

  • আবুল হোসেন ভট্টাচার্য, (বাংলাদেশের একজন নওমুসলিম ইসলাম প্রচারক ও লেখক)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা"। gaibandha.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২৯
  2. "মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা এর তথ্য"। makm। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.