মহাসমুন্দ লোকসভা কেন্দ্র

মহাসমুন্দ লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের ১১ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৫১৬,১৭৭ জন৷

মহাসমুন্দ লোকসভা কেন্দ্র
ছত্তিশগড়এর লোকসভা কেন্দ্রসমূহ ও ৯ নং স্থানে মহাসমুন্দ
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদচুনিলাল সাউ
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যছত্তিশগড়
মোট ভোটদাতা১,৫১৬,১৭৭[1]
বিধানসভা কেন্দ্র৮ টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড়ের সম্পূর্ণ মহাসমুন্দ, গরিয়াবন্দ জেলা এবং ধামতরি জেলার উত্তরাংশে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[2]

ইতিহাস

মহাসমুন্দ লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ছত্তিশগড়ের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র (সরাইপালি) তফসিলী জাতিদের জন্য ও একটি বিধানসভা কেন্দ্র (বিন্দ্রনবগড়) তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

সরাইপালি বিধানসভা কেন্দ্র [3]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মহাসমুন্দ জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷

বসনা বিধানসভা কেন্দ্র [4]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মহাসমুন্দ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

খল্লরী বিধানসভা কেন্দ্র [5]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মহাসমুন্দ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

মহাসমুন্দ বিধানসভা কেন্দ্র [6]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪২ নং বিধানসভা কেন্দ্র। এটি মহাসমুন্দ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

রাজিম বিধানসভা কেন্দ্র [7]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৪ নং বিধানসভা কেন্দ্র। এটি গরিয়াবন্দ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বিন্দ্রনবগড় বিধানসভা কেন্দ্র [8]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৫ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি গরিয়াবন্দ জেলায় অবস্থিত৷

কুরুদ বিধানসভা কেন্দ্র [9]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ধামতরি জেলায় অবস্থিত৷

ধামতরি বিধানসভা কেন্দ্র [10]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ধামতরি জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.