মহালয়া (চলচ্চিত্র)

মহালয়া ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সৌমিক সেন পরিচালিত এবং নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত একটি বাংলা চলচ্চিত্র। ছবিটি ১৯৭৬ সালে হওয়া একটি দুর্ঘটনা বর্ণনা করে, যা আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল যেটি সে সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বর্ণনা করতেন এবং পঙ্কজ মল্লিক পরিচালনা করতেন। ১৯৭৬ সালে মহালয়ার সকালের অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় আনা হয়েছিল মহানায়ক উত্তমকুমারকে, এবং সে ঘটনার পরিপ্রেক্ষিত ও তার ফলাফল নিয়ে রচিত হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। শুভশীষ মুখোপাধ্যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন এবং উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত[1][2]

মহালয়া
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসৌমিক সেন
প্রযোজকনিধাস ক্রিয়েশন
চিত্রনাট্যকারসৌমিক সেন
শ্রেষ্ঠাংশেশুভাশিষ মুখোপাধ্যায়
জিশু সেনগুপ্ত
শুভময় চ্যাটার্জী
প্রসেনজিৎ চ্যাটার্জী
সুরকারদেবজ্যোতি মিশ্র
চিত্রগ্রাহকমৃন্ময় নন্দী
সম্পাদকনীলাদ্রি রায়
প্রযোজনা
কোম্পানি
নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড
পরিবেশকএসভিএফ
মুক্তি
  •  মার্চ ২০১৯ (2019-03-01) (ভারত)
দৈর্ঘ্য১০৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

ছবিটি ২০১৯ সালের ১লা মার্চ থিয়েটারে মুক্তি পেয়েছিল।

অভিনয়

মুক্তি

ছবিটির অফিশিয়াল ট্রেইলার নিডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস ৯ ই ফেব্রুয়ারি ২০১৯ এ প্রকাশ করে। [3] পয়েলা মার্চ ২০১৯ সালে ছবিটি থিয়েটারে মুক্তি পায়।

তথ্যসূত্র

  1. "Mahalaya Review {3.5/5}: The film does a fair job of merging the facts with the screenplay till the end credits roll"The Times of India। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯
  2. "Mahalaya film review: Making a cultural statement"The Statesman। ২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯
  3. "Mahalaya Official Trailer - Jisshu - Subhasish - Subhomoy - Prosenjit - Soumik Sen - Nideas"YouTube। Nideas। ৯ ফেব্রুয়ারি ২০১৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.