মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের তালিকা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের শাসনব্যবস্থার সর্বোচ্চ প্রধান পদ। মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীপরিষদের প্রমুখ কার্যকরী ব্যক্তিত্ব।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের তালিকা

১৯৬০ খৃষ্টাব্দ হতে বর্তমান মুখ্যমন্ত্রীর তালিকা:

# নাম কার্যকাল আরম্ভ কার্যকাল সমাপ্তি দল
যশবন্তরাও চৌহান ১লা মে, ১৯৬০ ১৯শে নভেম্বর, ১৯৬২ ভারতীয় জাতীয় কংগ্রেস
তৃতীয় বিধাসভা নির্বাচন (১৯৬২ খৃঃ)
মারোতরও কন্নমওয়ার ২০শে নভেম্বর, ১৯৬২ ২৪শে নভেম্বর, ১৯৬৩ ভারতীয় জাতীয় কংগ্রেস
বসন্তরাও নাঈক ৫ ডিসেম্বর, ১৯৬৩ ২০ ফেব্রুয়ারি, ১৯৭৫ ভারতীয় জাতীয় কংগ্রেস
শঙ্কররাও চৌহান ২১ ফেব্রুয়ারি, ১৯৬৫ ১৭ মে, ১৯৭৭ ভারতীয় জাতীয় কংগ্রেস
বসন্তদাদা পাতিল ১৮ মে, ১৯৭৭ ১৮ জুলাই, ১৯৭৮ ভারতীয় জাতীয় কংগ্রেস
ষষ্ঠ বিধাসভা নির্বাচন (১৯৭৮ খৃঃ)
শরদ পওয়ার ১৮ জুলাই, ১৯৭৮ ১৭ ফেব্রুয়ারি, ১৯৮০ পুরোগামী লোকশাহী দল
সপ্তম বিধাসভা নির্বাচন (১৯৮০ খৃঃ)
আব্দুল রহমান অন্তুলে ৯ জুন, ১৯৮০ ১২ জানুয়ারি, ১৯৮২ ভারতীয় জাতীয় কংগ্রেস
বাবাসাহেব ভোসলে ২১শে জানুয়ারি, ১৯৮২ ১লা ফেব্রুয়ারি, ১৯৮৩ ভারতীয় জাতীয় কংগ্রেস
বসন্তদাদা পাতিল ২রা ফেব্রুয়ারি, ১৯৮৩ ১ জুন ১৯৮৫ ভারতীয় জাতীয় কংগ্রেস
অষ্টম বিধাসভা নির্বাচন (১৯৮৫ খৃঃ)
১০ শিবাজীরাও নিলঙ্গেকর পাতিল ৩ জুন, ১৯৮৫ ৬ মার্চ, ১৯৮৬ ভারতীয় জাতীয় কংগ্রেস
১১ শঙ্কররাও চৌহান ১২ মার্চ, ১৯৮৬ ২৬ জুন,১৯৮৮ ভারতীয় জাতীয় কংগ্রেস
১২ শরদ পওয়ার ২৬ জুন, ১৯৮৮ ২৫ জুন, ১৯৯১ ভারতীয় জাতীয় কংগ্রেস
নবম বিধাসভা নির্বাচন (১৯৯১ খৃঃ)
১৩ সুধাকররাও নাঈক ৩৫ জুন, ১৯৯১ ২২ ফেব্রুয়ারি, ১৯৯৩ ভারতীয় জাতীয় কংগ্রেস
১৪ শরদ পওয়ার ৬ মার্চ, ১৯৯৩ ১৪ মার্চ ১৯৯৫ ভারতীয় জাতীয় কংগ্রেস
দশম বিধাসভা নির্বাচন (১৯৯৫ খৃঃ)
১৫ মনোহর জোশী ১৪ মার্চ, ১৯৯৫ ৩১ জানুয়ারি, ১৯৯৯ শিবসেনা
১৬ নারায়ণ রাণে ১ ফেব্রুয়ারি, ১৯৯৯ ১৭ অক্টোবর, ১৯৯৯ শিবসেনা
একাদশ বিধাসভা নির্বাচন (১৯৯৯ খৃঃ)
১৭ বিলাসরাও দেশমুখ ১৮ অক্টোবর, ১৯৯৯ ১৩ জানুয়ারি, ২০০৩ ভারতীয় জাতীয় কংগ্রেস
১৮ সুশীলকুমার শিন্দে ১৮ জানুয়ারি, ২০০৩ ৩০ অক্টোবর, ২০০৪ ভারতীয় জাতীয় কংগ্রেস
দ্বাদশ বিধাসভা নির্বাচন (২০০৪ খৃঃ)
১৯ বিলাসরাও দেশমুখ ১লা নভেম্বর, ২০০৪ ৫ ডিসেম্বর, ২০০৮ ভারতীয় জাতীয় কংগ্রেস
২০ অশোক চৌহান ৫য় ডিসেম্বর, ২০০৮ ১লা নভেম্বর, ২০১০ ভারতীয় জাতীয় কংগ্রেস
২১ পৃথিবীরাজ চৌহান ১০ম নভেম্বর, ২০১০ ২৬শে সেপ্টাম্বর, ২০১৪ ভারতীয় জাতীয় কংগ্রেস
২২ দেবেন্দ্র ফড়নবিস ৩১শে অক্টোবর, ২০১৪ ভারতীয় জনতা পার্টি

বম্বায় প্রেসিডেন্সীর মুখ্যমন্ত্রী

মোরারজি দেসাই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতের প্রাক্তন প্রধনমন্ত্রী
ক্রম নাম কার্যকাল দল
বাল গঙ্গাধর খের ১৫ অগাস্ট, ১৯৪৭ ২১ এপ্রিল, ১৯৫২ ভারতীয় জাতীয় কংগ্রেস
মোরারজী দেসাই ২১ এপ্রিল, ১৯৫২ ৩১ অক্টোবর, ১৯৫৬
যশবন্তরাও চৌহান ১লা নভেম্বর, ১৯৫৬ ৫ এপ্রিল, ১৯৫৭
৫ এপ্রিল, ১৯৫৭ ৩০ এপ্রিল, ১৯৬০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.