মহামায়া ইউনিয়ন
মহামায়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া উপজেলার একটি ইউনিয়ন।
মহামায়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মহামায়া ![]() ![]() মহামায়া | |
স্থানাঙ্ক: ২৩°৪′২৪″ উত্তর ৯১°৩০′৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ছাগলনাইয়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯১০ |
ইউনিয়ন গঠন
ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে ফেনী জেলার অধীনে বর্তমান ছাগলনাইয়া উপজেলা সংলগ্নে মহামায়া ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলাহত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য : আবদুল গনি চৌধুরী প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।[1]
নামকরণ
মহামায়া ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে ঘোপাল ইউনিয়ন এর অধিকাংশ গ্রামে হিন্দুদের আধিপত্য ছিল। মহামায়ায় তখন পাল রাজাদের আধিপত্য ছিল। তাদেরই কারো নাম অনুসারে অত্র ইউনিয়নের নাম প্রস্তাব করা হয় এবং পরবর্তীতে ঐ নাম অনুসারে মহামায়া ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে ধারনা করা হয় ।[1]
আয়তন
এ ইউনিয়নের আয়তন ১৪বর্গ কিঃ মিঃ।[1]
জনসংখ্যা
মোট জনসংখ্যা ৪৭৮২৩, যেখানে নারী ২৯৯৪৯ এবং পুরুষ ১৭৮৭৪ জন।[1]
অবস্থান ও সীমানা
ছাগলনাইয়া উপজেলার সর্ব-উত্তরে মহামায়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ছাগলনাইয়া পৌরসভা, পশ্চিমে পাঠাননগর ইউনিয়ন ও ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন, উত্তরে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মহামায়া ইউনিয়ন ছাগলনাইয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ছাগলনাইয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ। মহামায়া ইউনিয়নে ৫ টি মৌজা কে ০৮ টি গ্রামে বিভক্ত করে ৯ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে।
শিক্ষা
মহামায়া ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৬৪ ভাগ।[1]
কলেজ ও বিশ্ববিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
- নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়
- চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ
- জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়
- পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
৪টি
প্রাথমিক বিদ্যালয়
১৩টি
হাফেজিয়া মাদ্রাসা
প্রায় ৬টি [2]
যোগাযোগ ব্যবস্থা
- ক্যাপ্টেন লিক সড়ক (ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়ক)
ছাগলনাইয়া উপজেলা হতে ৫.২৫ কি.মি. উত্তরে এবং ফেনী সদর হতে ১৯ কি.মি. পূর্ব-উত্তরে।
খাল ও নদী
নদী
- মুহুরী নদী, ইউনিয়নের পশ্চিমে সীমানা নির্দেশক এবং উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত।
খাল
- কচুর খাল
- মহামায়া খাল
- ফুলছড়ি খাল
- গুনিয়া খাল
হাট-বাজার
- চাঁদগাজী বাজার
- মনুরহাট
- বক্তারহাট
দর্শনীয় স্থান
জনপ্রতিনিধি
চেয়ারম্যানবৃন্দ
- শাহজাহান মিনু , চেয়ারম্যান (২০২১-বর্তমান)
আরও দেখুন
তথ্যসূত্র
- "মহামায়া ইউনিয়ন"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ: বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- মহামায়া ইউনিয়ন ভূমি অফিস