মহান হিমালয়
মহান হিমালয় বা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হল হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বতশ্রেণী। [1] [2] বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, সেইসাথে অন্যান্য "নিকট-সর্বোচ্চ" শৃঙ্গ, যেমন কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং নাঙ্গা পর্বত, বৃহত্তর হিমালয় পর্বতের অংশ। গ্রেট হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃতি ২,৪০০ কিমি (১,৫০০ মাইল) এবং তাদের গড় উচ্চতা ৬,০০০ মি (২০,০০০ ফুট)
গঙ্গোত্রী হিমবাহ এবং সতোপন্থ হিমবাহ সহ বেশ কয়েকটি হিমবাহ এই পরিসরের মধ্যে রয়েছে।
এই সীমার মধ্যে যেসব রাজনৈতিক সত্ত্বা রয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভারত, চীন, নেপাল, পাকিস্তান, ভুটান এবং তিব্বত।
আরো দেখুন
- হিমালয়ের ভূতত্ত্ব
- হিমালয়ের পর্বতশ্রেণী
তথ্যসূত্র
- Greater Himalayas Encyclopædia Britannica
- Hussain, Majid, Geography of India
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.