মহান দারিয়াস
দারিয়াস প্রথম(প্রাচীন ফার্সি: দারায়াওয়া(হ)উশ, আধুনিক ফার্সি: داریوش দারিয়ুশ, ৫৫০-৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ) বা মহান দারিয়াস ছিলেন হাখমানেশি সাম্রাজ্যের ৩য় পারস্য সম্রাট। ৫২২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। তার শাসনের চূড়ান্ত পর্যায়ে তিনি পশ্চিম এশিয়া, ককেশাসের কিছু অংশ, বলকানের অংশ, কৃষ্ণ সাগরের উপকূলীয় অংশ, মধ্য এশিয়া, সিন্ধু উপত্যকা থেকে আরম্ভ করে মিসর, লিবিয়া এবং সুদান পর্যন্ত শাসন করেন। [1][2]
মহান দারিয়াস 𐎭𐎠𐎼𐎹𐎺𐎢𐏁 | |||||
---|---|---|---|---|---|
উপাধি রাজাদের রাজা মহান রাজা পারস্যের রাজা ব্যাবিলনের রাজা মিসরের ফারাও দেশসমূহের রাজা | |||||
রাজত্ব | ২৯ সেপ্টেম্বর ৫৫২ খ্রিস্টপূর্বাব্দ – অক্টোবর ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ | ||||
রাজ্যাভিষেক | পাসারগাদ | ||||
পূর্বসূরি | বার্দিয়া | ||||
উত্তরসূরি | ১ম জার্ক্সজেস | ||||
জন্ম | ৫৫০ খ্রিস্টপূর্ব | ||||
মৃত্যু | অক্টোবর ৪৮৬ খ্রিস্টপূর্ব (প্রায় ৬৪ বছর) | ||||
| |||||
পিতা | হিস্তাস্পেস | ||||
মাতা | ইর্দাবামা | ||||
ধর্ম | ইন্দো ইরানি ধর্ম(সম্ভাব্য আরেকটি ধর্ম জরথুস্ত্রবাদ |
বাইবেলের খাগ্গাই, জেখারিয়াহ্(যাকারিয়া) এবং এযরা-নেহেমিয়াহ্তে দারিয়াসের উল্লেখ রয়েছে।
তথ্যসূত্র
- "DĀḠESTĀN"। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪।
- Suny, Ronald Grigor (১৯৯৪)। The Making of the Georgian Nation। আইএসবিএন 978-0253209153। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.