মহাকরণ মেট্রো স্টেশন
মহাকরণ মেট্রো স্টেশন হল বিবিডি বাগ এলাকায় অবস্থিত কলকাতা মেট্রো-এর একটি স্টেশন। এটি নির্মান করা হচ্ছে লাল দিঘির সাথে যা সঙ্গে ঘিরে রয়েছে অনেক ব্রিটিশ ঐতিহ্য ভবন। এই স্টেশন থেকে হুগলী নদী অতিক্রম করে মেট্রো রেল একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে চলাচল করবে হাওড়া মেট্রো স্টেশন-এর মধ্যে। ওই স্টেশনটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালের জুলাই মাসে। [1]
মহাকরণ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | বিবাদি বাগ, কলকাতা - ৭০০০০১ | ||||||||||
মালিকানাধীন | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন | ||||||||||
লাইন | কলকাতা মেট্রো লাইন ২ | ||||||||||
প্ল্যাটফর্ম | দ্বীপ প্ল্যাটফর্ম | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | ভূগর্ভস্থ | ||||||||||
গভীরতা | ২৪ মিটার (৭৯ ফু) | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ৩ | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | নির্মানাধীন | ||||||||||
ভাড়ার স্থান | কলকাতা মেট্রো | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২০২২ (প্রত্যাশিত) | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ইতিহাস
২০০৯ সালে কলকাতা মেট্রো লাইন ২ এর নির্মাণ কাজ শুরু হলেও, স্টেশনটি নির্মাণের নকশার পরিকল্পনা ২০১৫ সালে শুরু হয়। প্রথমে স্টেশনটির জন্য টি বোর্ড ভবনের পাশের স্থান নির্দিষ্ট করা হয়। তবে, রাজ্য সরকার এবং ট্রাফিক পুলিশ বিভাগ চা বোর্ডের পাশেই এর অবস্থান নিয়ে আপত্তি জানায়, ফলে প্রথম নকশাটি বাতিল হয়। পরে স্টেশন নির্মাণের জন্য লাল দীঘির পাশে উন্মুক্ত স্থান নির্দিষ্ট করা হয়। স্টেশনটির নির্মাণ শুরুর পূর্বে বি বা দি বাগ থেকে উত্তর কলকাতার ট্রাম পরিষেবা বন্ধ করা হয়, এর জন্য রাজ্য পরিবহন দফতরকে প্রায় ১১ কোটি টাকা প্রদান করে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন।[1] মহাকরণ স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ২০১৭ সালের জুলাই মাসে স্টেশন নির্মাণের জন্য নির্দিষ্ট জমি ঘেরার কাজ শুরুর হয়[1] এবং স্টেশনের মূল নির্মাণ শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে।[2] ২৯ মাসের নির্মাণ কাজ শেষে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্টেশনটির কাঠামোগত নির্মাণ সম্পূর্ণ হয়।[2]
স্টেশন
গঠন
কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সিটি সেন্টার মেট্রো স্টেশনটি গঠনগতভাবে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন।
স্টেশন বিন্যাস
জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বামদিকে খুলবে | |
পশ্চিমদিকগামী | দিকে →হাওড়া→ → | |
পূর্বদিকগামী | →দিকে ← এসপ্ল্যানেড← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বামদিকে খুলবে | ||
এল২ | ||
তথ্যসূত্র
- "ইস্ট-ওয়েস্টে শুরু মহাকরণ স্টেশনের কাজ"। আনন্দবাজার। ২২ জুল ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- অজন্তা চক্রবর্তী (২৪ ফেব্রুয়ারি ২০২০)। "Kolkata: After work for 29 months, station structure ready at Mahakaran" (ইংরেজি ভাষায়)। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।