মস্ত (চলচ্চিত্র)
মস্ত (হিন্দি: मस्त) রাম গোপাল বর্মা পরিচালিত ১৯৯৯ সালের ভারতীয় হিন্দি ভাষার সঙ্গীতধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র।[2] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন উর্মিলা মাতন্ডকর ও নবাগত আফতাব শিবদাসানি। আফতাব শিবদাসানি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কার ও স্ক্রিন পুরস্কার লাভ করেন।
মস্ত | |
---|---|
मस्त | |
পরিচালক | রাম গোপাল বর্মা |
প্রযোজক | রাম গোপাল বর্মা |
রচয়িতা | বিনোদ রঙ্গনাথন রমেশ খাটকর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সন্দীপ চৌতা |
চিত্রগ্রাহক | পিযূষ শাহ |
সম্পাদক | চন্দন অরোরা অশোক হোন্দা |
প্রযোজনা কোম্পানি | বর্মা কর্পোরেশন |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল বিফোরইউ এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹১০.৩৫ কোটি[1] |
অভিনয়শিল্পীদল
- আফতাব শিবদাসানি - কৃষ্ণকান্ত মাথুর "কিট্টু"
- উর্মিলা মাতন্ডকর - মল্লিকা
- দলিপ তাহিল - মাথুর সাহেব, কিট্টুর বাবা
- স্মিতা জয়কর - শারদা মাথুর, কিট্টুর মা
- গোবিন্দ নামদেব - তোলুরাম, মল্লিকার মামা
- অন্তরা মালী - নিশা
- শীতল সুবর্ণা - নিক্কি মাথুর, কিট্টুর বোন
- রাজু মাবানি - ইনস্পেক্টর
- নীরজ বোরা - উসমান ভাই, ক্যাফের মালিক
- স্নেহল দাবি - অটোরিকশা চালক
- নিতিন রাইকওয়ার - ক্যাফের কর্মী
- বিজয় মৌর্য - ক্যাফের কর্মী
- রাজপাল যাদব - ক্যাফের কর্মী
- টেডি মৌর্য - ক্যাফের কর্মী
- তপন ভাট - ক্যাফের কর্মী
সমালোচকদের প্রতিক্রিয়া
প্ল্যানেট বলিউডের এক পর্যালোনায় মোহাম্মদ আলি ইকরাম চলচ্চিত্রটিকে ৫-এ ৫ তারকা প্রদান করে লিখেন, "মস্ত দেখা একই সাথে (পাগল) চলচ্চিত্র ভক্তকুল ও রূপকথার গল্প দেখার মত।" তিনি রাম গোপাল বর্মার পরিচালনা, প্রধান চরিত্রে আফতাব শিবদাসানি ও উর্মিলা মাতন্ডকরের অভিনয়, এবং পিযূষ শর্মার চিত্রগ্রহণের প্রশংসা করেন।[3]
তথ্যসূত্র
- "Mast - Movie"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- "The Director RGV, in his prime & his downfall. Have a look."। বক্স অফিস ফোরাম (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- "Film Review – Mast"। প্ল্যানেট বলিউড। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মস্ত (ইংরেজি)
- রটেন টম্যাটোসে মস্ত (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.