মসান

মসান (হিন্দি: मसान, অনুবাদ 'শ্মশান'; ইংরেজি ভাষায় ফ্লাই অ্যাওয়ে সোলো নামেও পরিচিত) ২০১৫ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র। এটি পরিচালক নীরজ ঘেওয়ান পরিচালিত প্রথম চলচ্চিত্র। ইন্দো-ফরাসি যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যম ফিল্মস, মাকাসার প্রোডাকশন্স, ফ্যান্টম ফিল্মস, শিখ্যা এন্টারটেইনমেন্ট, আর্ত ফ্রঁস সিনেমা এবং পাতে প্রোডাকশন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ঋচা চড্ডা, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠিসঞ্জয় মিশ্র

মসান
চলচ্চিত্রের পোস্টার
मसान
পরিচালকনীরজ ঘেওয়ান
প্রযোজকঅনুরাগ কশ্যপ[1][2]
কাঞ্চন চন্দনানি
রচয়িতাবরুণ গ্রোবর
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্ডিয়ান ওশান
চিত্রগ্রাহকঅবিনাশ অরুণ
সম্পাদকনিতিন বৈদ
প্রযোজনা
কোম্পানি
  • দৃশ্যম ফিল্মস
  • মাকাসার প্রোডাকশন্স
  • ফ্যান্টম ফিল্মস
  • শিখ্যা এন্টারটেইনমেন্ট
  • আর্ত ফ্রঁস সিনেমা
  • পাতে প্রোডাকশন্স
পরিবেশকপাতে (ফ্রান্স)
মুক্তি
  • ১৯ মে ২০১৫ (2015-05-19) (কান)
  • ২৪ জুন ২০১৫ (2015-06-24) (ফ্রান্স)
  • ২৪ জুলাই ২০১৫ (2015-07-24) (ভারত)
দৈর্ঘ্য১০৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটি ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার শাখায় প্রদর্শিত হয় এবং দুটি পুরস্কার লাভ করে।[3][4][5] এছাড়া চলচ্চিত্র ২০১৯ সালে নিউ ইয়র্ক দলিত চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসবের প্রথম আয়োজনে পারিয়েরুম পেরুমল (২০১৮), কালা (২০১৮) ও ফ্যান্ড্রি (২০১৩) চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হয়।[6] নীরজ ঘেওয়ান এই চলচ্চিত্রের জন্য ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিচালকের অভিষেক চলচ্চিত্র বিভাগে ইন্দিরা গান্ধী পুরস্কার এবং ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটি ৬টি জি সিনে পুরস্কার, ১টি স্ক্রিন পুরস্কার ও ৩টি স্টারডাস্ট পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল

সঙ্গীত

মসান
ইন্ডিয়ান ওশান কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ জুলাই ২০১৫ (2015-July-07)[7]
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৮:০৭
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীজি মিউজিক কোম্পানি
বহিঃস্থ অডিও
ইউটিউবে Audio Jukebox

মসান চলচ্চিত্রের গানের সুর করেছে সঙ্গীতদল ইন্ডিয়ান ওশান এবং গীত লিখেছেন বরুণ গ্রোবর। অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে।[8][9]

মসান চলচ্চিত্রের গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তু কিসি রেল সি"বরুণ গ্রোবরস্বানন্দ কিরকিরে০৩:৫০
২."মন কস্তুরি"সঞ্জীব শর্মা, বরুণ গ্রোবরঅমিত কিলম০৭:১৩
৩."ভোর"সঞ্জীব শর্মাঅমিত কিলম, রাহুল রাম ও হিমাংশু জোশি০৭:০০

তথ্যসূত্র

  1. "Vicky Kaushal cast opposite Richa Chadda in Anurag Kashyap's next production"বলিউড হাঙ্গামা। ২৯ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  2. "'Masaan', 'Chauthi Koot' make it to Cannes Film Festival"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৭ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  3. "2015 Official Selection"কান চলচ্চিত্র উৎসব। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  4. "Screenings Guide"কান চলচ্চিত্র উৎসব। ৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  5. "'Masaan' - Movie Review" (জাগরণ)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  6. "'Pariyerum Perumal', 'Masaan' and 'Kaala' to be screened at New York's first Dalit Film Festival"স্ক্রল.ইন। ১৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  7. "Masaan (Original Motion Picture Soundtrack)"আইটিউনস
  8. "Masaan - Music Review (Bollywood Soundtrack)"Music Aloud। ৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  9. "Masaan tracklist"Hungama। ৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১

বহিঃসংযোগ

টেমপ্লেট:অনুরাগ কশ্যপ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.