মলদোভা জাতীয় ফুটবল দল

মলদোভা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Moldova national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মলদোভার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মলদোভার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মলদোভীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯১ সালের ২রা জুলাই তারিখে, মলদোভা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সোভিয়েত ইউনিয়নের কিশিনাউয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মলদোভা জর্জিয়ার কাছে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

মলদোভা
ডাকনামসেলেক্তিওনাতা
অ্যাসোসিয়েশনমলদোভীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচএঙ্গিন ফিরাত
অধিনায়কআলেক্সান্দ্রু এপুরেয়ানু
সর্বাধিক ম্যাচআলেক্সান্দ্রু এপুরেয়ানু (৯৭)
শীর্ষ গোলদাতাসের্হেই কেশচেংকো (১১)
মাঠজিম্ব্রু স্টেডিয়াম
ফিফা কোডMDA
ওয়েবসাইটfmf.md
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৮০ ১ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ৩৭ (এপ্রিল ২০০৮)
সর্বনিম্ন১৭৭ (নভেম্বর ২০২০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫৭ ১ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ৮৬ (ফেব্রুয়ারি ২০০৮)
সর্বনিম্ন১৫১ (নভেম্বর ২০২০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মলদোভা ২–৪ জর্জিয়া 
(কিশিনাউ, সোভিয়েত ইউনিয়ন; ২ জুলাই ১৯৯১)
বৃহত্তম জয়
 মলদোভা ৫–০ পাকিস্তান 
(আম্মান, জর্ডান; ১৮ আগস্ট ১৯৯২)
বৃহত্তম পরাজয়
 সুইডেন ৬–০ মলদোভা 
(গোথেনবার্গ, সুইডেন; ৬ জুন ২০০১)
 ইতালি ৬–০ মলদোভা 
(ফ্লোরেন্স, ইতালি; ৭ অক্টোবর ২০২০)

১০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিম্ব্রু স্টেডিয়ামে সেলেক্তিওনাতা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মলদোভার রাজধানী কিশিনাউয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এঙ্গিন ফিরাত এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইস্তাম্বুল বাশাকশেহিরের রক্ষণভাগের খেলোয়াড় আলেক্সান্দ্রু এপুরেয়ানু

মলদোভা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও মলদোভা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

আলেক্সান্দ্রু এপুরেয়ানু, ভিক্তর গলোভাতেংকো, রাদু রেবেজা, সের্হেই কেশচেংকো এবং ভিওরেল ফ্রুনজার মতো খেলোয়াড়গণ মলদোভার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মলদোভা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৭তম) অর্জন করে এবং ২০২০ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মলদোভার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮৬তম (যা তারা ২০০৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৮  মন্টসেরাট৯৫০.৭১
১৭৯  মরিশাস৯৪০.৪৭
১৮০  মলদোভা৯৩২.৭৯
১৮১  চাদ৯৩১.৯৮
১৮২  মাকাও৯২২.১
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৫ ১৫  নতুন ক্যালিডোনিয়া১২১১
১৫৬ ১৩  সলোমন দ্বীপপুঞ্জ১২০৮
১৫৭  মলদোভা১২০৪
১৫৮  গুয়াদলুপ১২০৩
১৫৯  ভারত১১৯৭

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০রোমানিয়ার অংশ ছিলরোমানিয়ার অংশ ছিল
১৯৩৪
১৯৩৮
১৯৫০সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলসোভিয়েত ইউনিয়নের অংশ ছিল
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৯৮উত্তীর্ণ হয়নি২১
২০০২১০২০
২০০৬১০১৬
২০১০১০১৮
২০১৪১০১২১৭
২০১৮১০২৩
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/৬৫৮১২৪১৩৫১১৫

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.