ময়ুর নদী
ময়ুর নদী বাংলাদেশে অবস্থিত একটি নদী। এটা গঙ্গা অববাহিকার পুরাতন নদীবিশেষ।[1] এটি খুলনা শহরের পশ্চিমাংশে গল্লামারী সংলগ্ন অংশে অবস্থিত। এই নদীতে খুলনা শহরের অধিকাংশ পয়োঃনিষ্কাষন ব্যবস্থা যুক্ত।[2] তলানী জমতে জমতে নদীটি এখন মৃত প্রায়, রূপসা নদীর সাথে এখন ময়ূর নদীর কোন সরাসরি সংযোগ নেই। গেটের মাধ্যমে জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করা হয়।[3] ১৯৭১ সালে পাকবাহিনী এই ময়ূর নদীর তীরে ব্যাপক গণহত্যা চালায়।
ময়ুর নদী | |
গল্লামারীতে ময়ুর নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
নগর | খুলনা |
উৎস | বিল পাবলা |
- অবস্থান | আড়ংঘাটা |
মোহনা | রূপসা নদী |
- অবস্থান | লবণচরা |
দৈর্ঘ্য | ১০ কিলোমিটার (৬ মাইল) |
নদী দখল
ময়ূর নদী দখল করে একটি বিনোদন পার্কের স্থাপনা তৈরি করা হয়েছে। খুলনা নগরের গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীটির পাঁচটি স্থানে দালান কোঠা ঘর গড়ে তোলা হয়েছে।[4]
আরও দেখুন
তথ্যসূত্র
- M. K. Roy, D. K. Datta, D. K. Adhikari, B. K. Chowdhury and P. J. Roy (২০০৫)। "Geology Of The Khulna City Corporation" (পিডিএফ)। J. Life Earth Science। 1 (1): 57–63। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৪।
- "TA No. 6293 (REG): Managing the Cities in Asia: Cities Development Initiative for Asia (CDIA) support to Khulna City Corporation (KCC)" (পিডিএফ)। Asian Development Bank। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
- M. Shah Alam Khan। "Urban and Peri-Urban Water Management Nexus to a Dying River" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
- "নদী দখল করে পার্কের স্থাপনা"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.