ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ৭টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। উপজেলাগুলো হচ্ছে দোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও সদর (আংশিক)। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ৩০ এপ্রিল ২০০০ সালে।[1][2]

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমতি-৩ লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত৩০ এপ্রিল ২০০০
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।
যে অঞ্চলে
ময়মনসিংহ জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটhttp://pbs3.mymensingh.gov.bd/

ইতিহাস

এ সমিতিটি ৩০ নভেম্বর ২০০০ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় তবে ৩০ এপ্রিল ২০০০ সালে এ যাত্রা শুরু হয়। এ সমিতির অধীন ৬৯টি ইউনিয়ন ও ১৫১৫টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। শম্ভুগঞ্জ অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[1]

ভিশন ও মিশন

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, ২০০০ ইং সালে কার্যক্রম শুরুর প্রারম্ভিক সময় হতে ময়মনসিংহ জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। লাভ নয়, লোকসান নয় - গ্রাহকগণই প্রকৃত মালিক ও সেবক মূলনীতিতে এবং সমবায় ভিত্তিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্যক্রম পরিচালিত হয়।[1]

জোনাল অফিস সমূহ

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:

  • ঈশ্বরগঞ্জ জোনাল অফিস
  • ফুলপুর জোনাল অফিস
  • হালুয়াঘাট জোনাল অফিস
  • ধোবাউড়া জোনাল অফিস [1]

সাব জোনাল অফিস গুলো হচ্ছে

  • তারাকান্দা [1]

গ্রাহক সংখ্যা

এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩,৯৬,৮৯৫ জন গ্রাহক রয়েছে।[1]

অন্যান্য তথ্য

  1. মোট আয়তন= ১৮৯৮ বর্গকিলোমিটার
  2. অভিযোগ কেন্দ্র=১৫টি
  3. সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ১২ টি,
  4. সিস্টেমলস=৭.৯২
  5. এলাকা=৭টি
  6. বিদ্যুতায়িত লাইনের পরমিান =৮৬০৫.০৭৩ কি.মি.[1]

জনবল

  • কর্মকর্তা ও কর্মচারী= ৪৭৯ জন[1]

সমিতি বোর্ড

মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[1]

আরো দেখুন

জাতীয় গ্রিড

তথ্যসুত্র

  1. "ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩"pbs3.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.