ময়মনসিংহ-৩
ময়মনসিংহ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৮নং আসন।
ময়মনসিংহ-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার | ২,৩৪,৫৮৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | নাজিম উদ্দিন আহমেদ |
সীমানা
ময়মনসিংহ-৩ আসনটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০১৬ সালের মে মাসে মজিবুর রহমান ফকিরের মৃত্যু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ নির্বাচিত হন।[14]
সাধারণ নির্বাচন ২০১৪: ময়মনসিংহ-৩[15] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মজিবুর রহমান ফকির | ৪৩,৬৭৩ | ৭৪.৩ | +৬.৩ | |
স্বতন্ত্র | নাজনীন আলম | ১৫,১২৩ | ২৫.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৫৫০ | ৪৮.৬ | +১০.০ | ||
ভোটার উপস্থিতি | ৫৮,৭৯৬ | ২৮.৭ | -৯.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৩[16][17] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মজিবুর রহমান ফকির | ১,৭৭,২৮০ | ৬৮.০ | +২৮.৬ | |
বিএনপি | এম ইকবাল হোসেন | ৭৬,৫১৭ | ২৯.৩ | -৫.৪ | |
জাকের পার্টি | গোলাম মোহাম্মদ | ৩,১৯২ | ১.২ | প্র/না | |
ন্যাপ | মোঃ আবদুল মতিন | ৩,১৬৭ | ১.২ | প্র/না | |
কেএসজেএল | মোঃ মতিউর রহমান | ৪৭৭ | ০.২ | প্র/না | |
গণফোরাম | মোঃ রজব আলী | ২৫৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০০,৭৬৩ | ৩৮.৬ | +৩৩.৯ | ||
ভোটার উপস্থিতি | ২,৬০,৮৮৮ | ৮৪.৫ | +১০.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৩[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মজিবুর রহমান ফকির | ৫০,৬৩২ | ৩৯.৪ | +৯.৭ | ||
বিএনপি | এএফএম নাজমুল হুদা | ৪৪,৬০৩ | ৩৪.৭ | -০.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আব্দুল মান্নান | ৩৩,২৬৩ | ২৫.৯ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,০২৯ | ৪.৭ | -০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,২৮,৪৯৮ | ৭৩.৬ | +৩.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৩[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এএফএম নাজমুল হুদা | ৩৪,৪৯৩ | ৩৫.৩ | |||
আওয়ামী লীগ | মজিবুর রহমান ফকির | ২৯,০৭৩ | ২৯.৭ | |||
জাতীয় পার্টি | নুরুল আমিন খান পাঠান | ২৭,৫৪৬ | ২৮.২ | |||
জামায়াতে ইসলামী | সৈয়দ গোলাম সারওয়ার | ৫,৮৩৫ | ৬.০ | |||
জাকের পার্টি | আমিনুল হুদা মোহাম্মাদ আবেদ | ৭৮০ | ০.৮ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৪২০ | ৫.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৯৭,৭২৭ | ৭০.৩ | ||||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
নজরুল ইসলাম সাংসদ থাকা অবস্থায় মারা যান। অক্টোবর ১৯৯২ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আর. বেগম নির্বাচিত হন।[19][20]
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৩[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | নজরুল ইসলাম | ২৮,০৯২ | ৩২.৭ | |||
জাতীয় পার্টি | নুরুল আমিন খান পাঠান | ২৪,২৩৯ | ২৮.২ | |||
বিএনপি | মোঃ নাজমুল হুদা | ১৮,১২৭ | ২১.১ | |||
জাসদ | মোঃ ফয়জুর রহমান ফকির | ৫,৪২৫ | ৬.৩ | |||
জামায়াতে ইসলামী | সৈয়দ গোলাম সরওয়ার | ৩,০৬২ | ৩.৬ | |||
বাকশাল | আব্দুল মান্নান | ২,৯৯২ | ৩.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | রহিম উদ্দিন | ১,৯৫৬ | ২.৩ | |||
জাকের পার্টি | আমির উদ্দিন | ১,৫০৮ | ১.৮ | |||
জাসদ (রব) | হাসিব | ৪১৩ | ০.৫ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৮৫৩ | ৪.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৮৫,৮১৪ | ৪৯.৯ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "ময়মনসিংহের দুটি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী"। দৈনিক ভোরের কাগজ। ১৯ জুলাই ২০১৬। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮।
- "Mymensingh-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- হাকিম, মুহাম্মদ এ. (আগস্ট ১৯৯৪)। "The Mirpur Parliamentary by-Election in Bangladesh"। এশিয়ান সার্ভে (ইংরেজি ভাষায়)। ৩৪ (৮): ৭৪১। জেস্টোর 2645261।
- আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.