মন মানে না (২০০৮-এর চলচ্চিত্র)

মন মানে না একটি বাংলা রোমান্টিক চলচ্চিত্র। [2] ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত গুহ পরিচালিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন দেব, কোয়েল মল্লিক, তাপস পাল প্রমুখ।[3][4] চলচ্চিত্রটি ১৯৯৫ সালের আমেরিকান চলচ্চিত্র ফ্রেঞ্চ কিস-এর পুনঃনির্মান।

মন মানে না
মন মানে না চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসুজিত গুহ
প্রযোজকনিসপাল সিং
শ্রেষ্ঠাংশেদেব
কোয়েল মল্লিক
সুরকারজিৎ গাঙ্গুলী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি৫ ডিসেম্বর, ২০০৮
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়১.৫ কোটি রুপি[1]

কাহিনী

সুরিন্দার ফিলসের কর্ণধার নিসপাল সিং রানের সাথে দেবমন মানে না চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময়।

রাহুল (দেব) ও রিয়া (কোয়েল মল্লিক) শিলিগুড়িতে একে অপরের সাথে পরিচিত হয়। রিয়া তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, পক্ষান্তরে রাহুল যাচ্ছে তার চুরি করা নেকলেসটি বেঁচতে। তাদের উভয়ের গন্তব্য দার্জিলিং

রাহুলরিয়া নিজের অজান্তেই একে অপরের সাথে যুক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাহুল যে চেইনটি বিক্রি করতে যাচ্ছিল সেটি রিয়ার ব্যাগে লুকিয়ে ফেলে। সেটি আবার অন্য এক চোরের হাতে পড়ে। এক পর্যায়ে রিয়া রাহুল-এর বাড়ি যায়। সেখানে সে বাড়ির অন্যদের সাথে পরিচিত হয়। পরিবারে রাহুলই শেষ ভরসা। এদিকে রাহুলকে পুলিশ (তাপস পাল) ধরেও ছেড়ে দেয়। অথচ রাহুলকে ধরার জন্য সে অনেক ছোটাছুটি করে।

এক সময়ে রিয়া বুঝতে পারে তার বন্ধু, যার সাথে সে দেখা করতে যাচ্ছে, আসলে একজন প্রতারক। তখন তার মন ভেঙে যায়।

শেষে রাহুলরিয়া এক অপরের সাথে আবারও অন্য এক পরিবেশে মিলিত হয়। তারা তাদের ভালবাসা স্বীকার করে নেয় এবং বিয়ে করে।[5]

অভিনয়ে

সংগীত

মন মানে না
জিৎ গাঙ্গুলী কর্তৃক সংগীত অ্যালবাম
ঘরানাচলচ্চিত্রের গান

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলী

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."চোখে চোখে এত[6]"শান, শ্রেয়া ঘোষাল 
২."চুপি চুপি ভালবাসা[7]"শান, শ্রেয়া ঘোষাল০৪:১১
৩."মন মানে না[8]"জুবিন গার্গ, জুন বন্দ্যোপাধ্যায়০৪:২৭
৪."সাথী ভালবাসা মন[9]"জোজো 
৫."শুভ মঙ্গলম[10]"কোরাস, জুবিন গার্গ 

তথ্যসূত্র

  1. Nag, Kushali (৩ অক্টোবর ২০০৮)। "Dreamland"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৫
  2. "IMDB Mon Mane Na"
  3. "Mon Maane Na (2008)"। calcuttatube.com। ২০০৮-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৫
  4. "Double delight"। Calcutta, India: www.telegraphindia.com। ৫ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৫
  5. "Movie Review"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩
  6. "Chokhe CHokhe Eto"। ১১ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩
  7. "Chupi Chupi Bhalobasa"। ১১ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩
  8. "Mon Mane Na"। ১১ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩
  9. "Sathi Bhalobasa Mon"। ১১ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩
  10. "Shuvo Mangalam"। ১১ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.