মন বসে না পড়ার টেবিলে
মন বসে না পড়ার টেবিলে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান এবং ছবির প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও শাবনুর। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু ও দুলারী।
মন বসে না পড়ার টেবিলে | |
---|---|
পরিচালক | আব্দুল মান্নান |
প্রযোজক | মোহাম্মদ হেলাল উদ্দিন হেলু মোহাম্মদ এমাম হোসেন |
রচয়িতা | মোহাম্মদ হেলাল উদ্দিন হেলু |
শ্রেষ্ঠাংশে | রিয়াজ শাবনুর নিপুন এটিএম শামসুজ্জামান ডলি জহুর মিশা সওদাগর |
সুরকার | দেবেন্দ্রনাথ চট্টপাধ্যায় |
চিত্রগ্রাহক | এ কে কাইয়ুম |
সম্পাদক | চিশতি জামাল |
পরিবেশক | গাজীপুর চলচ্চিত্র |
মুক্তি | ২০০৯ |
দৈর্ঘ্য | ১৪২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- রিয়াজ - বাদল
- শাবনুর - বৃষ্টি
- এটিএম শামসুজ্জামান
- সাদেক বাচ্চু
- দুলারী
- প্রবীর মিত্র- সাগর'র বাবা
- রেহানা জলি - সাগর'র মা
- নাসরিন
- ইলিয়াস কোবরা
- শিবা শানু
- নিপুণ
- মিশা সওদাগর
সম্মাননা
মন বসে না পড়ার টেবিলে কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা কৌতুক অভিনেতা পুরস্কার পুরস্কার নাভ করে।[1][2][3]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- সেরা কৌতুক অভিনেতা: এটিএম শামসুজ্জামান
সংগীত
মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।
তথ্যসূত্র
- "দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html%5B%5D জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
- http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html%5B%5D জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মন বসে না পড়ার টেবিলে (ইংরেজি) - এ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.