মনীষ পল

মনীষ পল একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপক, মডেল এবং অভিনেতা।[1] তিনি প্রথমে রেডিও জকি এবং ভিজে হিসেবে রুপালি দুনিয়ায় প্রবেশ করেন এবং তারপর তিনি স্টান্ড-আপ-কমেডি এবং উপস্থাপকের পাশাপাশি অভিনয় করাও শুরু করেন।[2]

মনীষ পল
২০১২ সালে পল
জন্ম (1981-08-03) ৩ আগস্ট ১৯৮১
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
মডেল
কমেডিয়ান
উচ্চতা১৮২সে.মি.
দাম্পত্য সঙ্গীসন্যুক্তা পল
(বি. ২০০৭)

পেছনের জীবন

পল মালভিয়া নগর, দিল্লিতে এক বাঙ্গালি পরিবারে জন্মগ্রহণ করেন, যারা ব্যবসায়িক উদ্দেশ্যে শিয়ালদহ থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছিলো।[3][4] তিনি নতুন দিল্লির আপিজেয়া স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে টুরিজম এ বি.এ. সম্পন্ন করেছেন। এরপর তিনি তার দাদীর সাথে চেম্বুর, মুম্বাইয়ে থাকা শুরু করেন।[3]

কর্মজীবন

প্রাথমিক জীবন

স্কুল এবং কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পল তার কর্মজীবন শুরু করেন।[4] পরে তিনি মুম্বাই চলে আসেন,[5] যেখানে তিনি ২০০২ সালে স্টার প্লাস এর সানডে টেঙ্গো অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে প্রথম রুপালি পর্দায় কাজ করার সুযোগ পান,[3] তিনি জি মিউজিক এর জন্য ভিজে হিসেবেও কাজ করেছেন,[6] এবং তার সাথে তিনি রেডিও সিটির প্রভাতকালীন শো কাসাকাই মুম্বাই এর মাধ্যমে রেডিও জকির কাজও শুরু করেন।

মনীষ পল ২০১২ সালে রেজিনা খান্নার সাথে জালাখ দিখলাজা ৫ এর উপস্থাপনা করছেন

অভিনয় জীবন

এরপর তিনি স্টার ওয়ান চ্যানেলের ঘোস্ট বানা দস্ত নাটকের ঘোস্ট চরিত্রে অভিনয় করেন। পল অনেকগুলো টিভি নাটকে অভিনয় করেন, এরমধ্যে র‍য়েছে এন্ডডিটিভি ইমাজিন এর রাধাকি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি, জিনেক্সট এর জিন্দাদিল, স্টার ওয়ান এর সসশহহহহ...ফির কোই হ্যা, হুয়েল ঘার ঘার মে, জি টিভির কাহানি শুরু উইথ লাভগুরু এবং ৯এক্স এর কুছ কুক হোতা হ্যা। কিন্তু ভালো না লাগায় তিনি টিভি নাটক করা বন্ধ করে দেন, এমনকি তিনি অভিনয় থেকে আট মাসের লম্বা বিরতিতে চলে যান।[2][3]

যদিও তিনি বিভিন্ন চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, যেমন: অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ এর তিস মার খান (২০১০)।[7] মিকি ভাইরাস (২০১৩) চলচ্চিত্রের মাধ্যমে পল চলচ্চিত্রে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি অনেক প্রশংসা লাভ করেন।[8][9]

টেলিভিশন উপস্থাপক

পরবর্তিকালে, পল টেলিভিশন উপস্থাপক হিসেব তার কর্মজীবন শুরু করেন এবং সা রে গা মা পা ছোটে উস্তাদ এর উপস্থাপনার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন এবং এরপর তিনি স্টান্ড আপ কমেডি সিরিজ কমেডি সারকাসও তিনি উপস্থাপনা করেন।[7] তার সাথে তিনি জি টিভিতে প্রচারিত ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টারও উপস্থাপনা করেন। তাছাড়া জি টিভিতে প্রচারিত সেলিব্রিটি গানের প্রতিযোগিতা স্টার ইয়া রকস্টারে প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং কালার্স টিভিতে প্রচারিত হওয়া নাচের প্রতিযোগিতা অনুষ্ঠান জালাখ দিখলাযার উপস্থাপক হিসেবে অংশ নেন।[2]

২০১১ সালে জি টিভিতে প্রচারিত ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার উপস্থাপনার জন্য সেরা উপস্থাপকের পুরস্কার জিতে নেন।[10]

পল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচারিত সাইন্স অফ স্টুপিড এর উপস্থাপনার দায়িত্বও পালন করেন। একাধিক বছর পল বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানেও উপস্থাপকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি সনি টিভির ইন্ডিয়ান আইডল ১০ উপস্থাপনা করেন।[10] এরপর পল স্টার প্লাস এর নাচ বালিয়ে ৯ উপস্থাপনা করেন।

ব্যক্তিগত জীবন

তিনি সন্যুক্তা পলকে বিয়ে করেন (বি. ২০০৭), যিনি একজন বাঙ্গালি। স্কুলে থাকতে তাদের দেখা হয়েছিল এবং ১৯৯৮ সালের শেষে তারা প্রেম করা শুরু করেন। তারপরে তাদের পরিবার এ ব্যপারে জানতে পারে এবং ২০০৭ সালে অবশেষে তারা বিয়ে করে ফেলে।[6][11]

টেলিভিশন

বছরশিরোনামভূমিকাচ্যানেল
২০০৭চুনা হ্যা আসমানফারহান আজমিস্টার ওয়ান
২০০৭জিন্দাদিলউপস্থাপকস্টার ওয়ান
২০০৮রাধাকি বেটিয়া কুছ কার দিখায়েঙ্গিকরনএনডিটিভি ইমাজিন
২০০৮সসসহহহহ...ফির কোই হ্যাপ্রেমস্টার ওয়ান
২০০৮কালি চুড়েলপ্রসান্তস্টার ওয়ান
২০০৮হানিমুন হোটেলরাজস্টার ওয়ান
২০০৮গেস্ট হাউসসিদ্ধার্থস্টার ওয়ান
২০০৮গোস্ট বানা দোস্তগোস্টস্টার ওয়ান
২০০৯ঘর ঘর ম্যাঁউপস্থাপকজি টিভি
২০০৯কুছ কুছ হোতা হ্যামানু৯এক্স
২০১০ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টারউপস্থাপকজি টিভি
২০১০সা রে গা মা পা সিঙ্গগিঙ্গ সুপারস্টারউপস্থাপকজি টিভি
২০১০কমেডি সার্কাস কা জাদুউপস্থাপকসনি টিভি
২০১০কিসকি ডাল গালেগিউপস্থাপকএনডিটিভি ইন্ডিয়া
২০১১পেয়ার ম্যাঁ টুইস্টঅমোলস্টার প্লাস
২০১১ডান্স কে সুপারস্টারউপস্থাপকজি টিভি
২০১১স্টার ইয়া রকস্টারপ্রতিযোগীজি টিভি
২০১২ঝালাখ দিখলাজা ৫উপস্থাপককালার্স টিভি
২০১২ইন্ডিয়াস গট টেলেন্টউপস্থাপককালার্স টিভি
২০১৩ঝালাখ দিখলাজা ৬উপস্থাপককালার্স টিভি
২০১৪ম্যাড ইন ইন্ডিয়াউপস্থাপকস্টার প্লাস
২০১৪ঝালাখ দিখলাজা ৭উপস্থাপককালার্স টিভি
২০১৪সাইন্স অফ স্টুপিডউপস্থাপকন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
২০১৫ব্রেইন বুস্টারউপস্থাপকন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
২০১৫ঝালাখ দিখলাজা ৮উপস্থাপককালার্স টিভি
২০১৬ঝালাখ দিখলাজা ৯উপস্থাপককালার্স টিভি
২০১৬সাইন্স অফ স্টুপিড ৩উপস্থাপকন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
২০১৮ইন্ডিয়ান আইডলউপস্থাপকসনি টিভি
২০১৯নাচ বালিয়ে ৯উপস্থাপকস্টার প্লাস
২০১৯মুভি মাস্তি উইথ মনীষ পলউপস্থাপকজি টিভি
২০২০মুছছে সাদি কারোগি উপস্থাপক কালার্স টিভি
২০২০সা রে গা মা পা লিল চ্যাম্পস ২০২০ উপস্থাপক জি টিভি

চলচ্চিত্র তালিকা

চাবি
চিহ্নিত চলচ্চিত্রগুলি এখনো মুক্তি পায়নি
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা টীকা
২০০৯ মারুতি মেতা দস্ত নিজ ভূমিকায় হিন্দি বিশেষ দৃশ্য
২০১০ তিস মার খান মাস্টার ইন্ডিয়া হিন্দি বিশেষ দৃশ্য
২০১৩ এবিসিডি: এনি বডি ক্যান ডান্স নিজ ভূমিকায় হিন্দি বিশেষ দৃশ্য
২০১৩ মিকি ভাইরাস মিকি আরোরা হিন্দি বলিউডে আত্মপ্রকাশ
২০১৫ রানভাণ্কা রাহুল শর্মা হিন্দি
২০১৬ তেরে বিন লাদেন ২ শর্মা হিন্দি
2017 হ্রুদায়ান্তার নিজ ভূমিকায় মারাঠি বিশেষ দৃশ্য
২০১৮ বে বে ব্লাক শিপ বাবা হিন্দি
২০১৮ কাথা পুনঃনির্মাণ ঘোষিত হবে হিন্দি পোস্ট-প্রোডাকশন[12]
ঘোষিত হবে জ্যাট এন্ড জুলিয়েট পুনঃনির্মাণ ঘোষিত হবে হিন্দি কাজ চলছে[13]

সঙ্গীত

বছর শিরোনাম ভূমিকা গীতিকার সুরকার লেভেল বিপরীতে
২০১৮ হার্জাই[14] গায়ক, মডেল সচীন গুপ্তা সচীন গুপ্তা টি-সিরিজ লুলিয়া ভান্তুর

অনুষ্ঠান এবং পুরস্কারের রাত্রি

বছরসিরিয়ালভূমিকাচ্যানেল
২০০৮জিআর৮ নারী পুরস্কারউপস্থাপকসনি টিভি
২০০৮–২০০৯মুম্বাই পুলিশের আয়োজনে চিনেয্যুগউপস্থাপকসনি টিভি
২০০৯–২০১০জি রিস্তে পুরস্কারউপস্থাপকজি টিভি
২০০৯–২০১০জি গোল্ড পুরস্কারউপস্থাপকজি টিভি
২০১০জি দিওয়ালী ধামাকাউপস্থাপকজি টিভি
২০১০সাহারা ইন্ডিয়া পরিবারউপস্থাপকস্টার প্লাস
২০১১বিগ স্টার বিনোদন পুরস্কারউপস্থাপকস্টার প্লাস
২০১০ইন্ডিয়ান টেলি পুরস্কারউপস্থাপককালার্স টিভি
২০১০ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কারউপস্থাপককালার্স টিভি
২০১১ফেমিনা মিস ইন্ডিয়াউপস্থাপকসনি টিভি
২০১২স্টার পরিবার পুরস্কারউপস্থাপকস্টার প্লাস
২০১২উমাঙ্গউপস্থাপককালার্স টিভি
২০১২ফেমিনা মিস ইন্ডিয়াউপস্থাপকসনি টিভি
২০১২ইন্ডিয়ান টেলি পুরস্কারউপস্থাপককালার্স টিভি
২০২২গোল্ডেন পেতাল পুরস্কারউপস্থাপককালার্স টিভি
২০১২বিগ স্টার বিনোদন পুরস্কারউপস্থাপকস্টার প্লাস
২০১৩উমাঙ্গউপস্থাপককালার্স টিভি
২০১৫উমাঙ্গউপস্থাপককালার্স টিভি

তথ্যসূত্র

  1. "Happy in his space, Maniesh Paul"Daily News & Analysis। ১২ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১০
  2. "Daily soaps weren't creatively satisfying: Manish Paul"। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  3. "Personal Agenda:Manish Paul"। Hindustan Times। ১০ আগস্ট ২০১৩। ১৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩ I'm a die-hard Punjabi
  4. "I shot my film near my father's office: Manish Paul"The Times of India। ২৩ জুলাই ২০১৩। ২০১৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬
  5. "I am not used to such adulation: Manish Paul"। Hindustan Times। ৫ আগস্ট ২০১৩। ১৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩
  6. "Television's funny bone Manish Paul's love story with wife Sanyukta"। Daily Bhaskar। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬
  7. "I've decided to keep away from fiction: Manish Paul"The Times of India। ২৩ জানুয়ারি ২০১২। ২০১৩-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬
  8. "Manish Paul hopes to team up with Karan Johar soon"। Hindustan Times। ২০ জুলাই ২০১৩। ২৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩
  9. "Manish Paul all set to hit the silver screen"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২০
  10. "Manish Paul's dream fulfilled!"। The Times of India। ১১ জুলাই ২০১১। ২০১৩-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬
  11. "Manish Paul opens his heart"। The Times of India। ১০ আগস্ট ২০১১। ২০১৩-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬
  12. "Manish Paul completed the shoot of Katha Remake"
  13. "Sunny Leone and Manish Paul in Jatt And Juliet Hindi remake"
  14. "Manish Paul romantic with Lulia Vantur in Harjai"। RedMux। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.