মনিরুল হক চৌধুরী
মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য।[1][2][3]
মনিরুল হক চৌধুরী | |
---|---|
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | আবুল কালাম মজুমদার |
উত্তরসূরী | আমিন উর রশিদ ইয়াছিন |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | আ হ ম মোস্তফা কামাল |
উত্তরসূরী | তাজুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৬ কুমিল্লা, সদর দক্ষিণ উপজেলা, বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | চৌধুরী সায়মা ফেরদৌস (মেয়ে) |
জন্ম ও প্রাথমিক জীবন
মনিরুল হক চৌধুরী কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা নোয়গ্রাম নামক গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
মনিরুল হক চৌধুরী ১৯৭৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।[4] বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক তিনি। ১৯৮৮ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে কুমিল্লা-৯ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে তিনি একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[2] ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে পরাজিত হন।[5] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির মনোনয়নে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[3][5] ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছিলেন তিনি।[5]
আরও দেখুন
তথ্যসূত্র
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "রাজপথ কাঁপানো সেই ছাত্রলীগ নেতারা কে কোথায়?"। Ekushey TV। ২০১৮-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩।
- "মনিরুল হক চৌধুরী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩।