মনজুর হাসান মিন্টু

মনজুর হাসান মিন্টু (মৃত্যু: ১৪ নভেম্বর ২০১৪; মনজুর হাসান নামে সুপরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ক্রীড়া ভাষ্যকার ছিলেন। মিন্টু তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[1] তিনি ১৯৭০-এর দশক থেকে ৪০ বছর যাবত ক্রীড়া ভাষ্যকার হিসেবে রেডিও এবং টেলিভিশনে কাজ করেছিলেন।[2]

মনজুর হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মনজুর হাসান মিন্টু
জন্ম স্থান সাতক্ষীরা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু ১৪ নভেম্বর ২০১৪(২০১৪-১১-১৪)
মৃত্যুর স্থান জয়পুর, ভারত
মাঠে অবস্থান গোলরক্ষক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
কামাল
ঢাকা ওয়ান্ডারার্স
জাতীয় দল
১৯৫৮ পাকিস্তান
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

কামালের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। সর্বশেষ তিনি কামাল হতে ঢাকা ওয়ান্ডারার্সে যোগদান করেছিলেন; ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে কয়েক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন। ১৯৫৮ সালে, মিন্টু পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

ব্যক্তিগতভাবে, মিন্টু বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছিলেন, যার মধ্যে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলায় অবদানের জাতীয় ক্রীড়া পুরস্কার জয় অন্যতম।[3]

আন্তর্জাতিক ফুটবল

১৯৫৮ সালে, মিন্টু আন্তর্জাতিক ফুটবলে পাকিস্তানের হয়ে অভিষেক করেছিলেন; উক্ত বছরে তিনি জাপানের টোকিওতে অনুষ্ঠিত ১৯৫৮ এশিয়ান গেমসে পাকিস্তান দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন।[3]

ব্যক্তিগত জীবন

মনজুর হাসান মিন্টু ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। মিন্টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অতঃপর এবং আয়কর কমিশনার হিসেবে কাজ করেছিলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর, তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[3] ২০১৪ সালের ১৮ই নভেম্বর তারিখে, তিনি মৃত্যুবরণ করেছেন।[2]

তথ্যসূত্র

  1. "২০১৪: বিদায়ের মিছিল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯
  2. "Vattern sports commentator Monjur Hasan Mintu passes away"Prothom Alo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯
  3. "Mintu bhai no more"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.