মধ্য প্রস্তর যুগ

মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক হল প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এবং নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক-এর মধ্যবর্তী এক যুগ। ইউরোশিয়াতে মধ্য প্রস্তর যুগের ভিন্ন ভিন্ন কালক্রম রয়েছে। উত্তর-পশ্চিম ইউরোপে এটি মূলত প্লাইস্টোসিন যুগের পরবর্তী সময় এবং কৃষিকাজের উপকরণ আবিষ্কারের পূর্বের যুগ, যার স্থায়িত্বকাল ছিল ১০,০০০ থেকে ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু লেভান্তে প্রাপ্ত ২০,০০০ থেকে ৯,৫০০ খ্রিস্টপূর্বাব্দের কৃষিজ উপকরণসমূহ মধ্য প্রস্তর যুগীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

Mesolithic microliths
প্রস্তর যুগ

before Homo (Pliocene)

প্রাচীনপ্রস্তরযুগ

নিম্ন প্রাচীনপ্রস্তযুগ
Homo
আগুন নিয়ন্ত্রন, প্রস্তরযন্ত্রs
মধ্য প্রাচীনপ্রস্তরযুগ
Homo neanderthalensis
Homo sapiens
out of Africa
উচ্চ প্রাচীনপ্রস্তযুগ
behavioral modernity, atlatl, কুকুর

মধ্যপ্রস্তরযুগ

microliths, তীরধনুক, canoes

নব্যপ্রস্তরযুগ

Pre-Pottery Neolithic
কৃষিকাজ, animal husbandry, polished stone tools
Pottery Neolithic
pottery
Chalcolithic
metallurgy, ঘোড়া,
ব্রোঞ্জ যুগ

মধ্য প্রস্তর যুগীয় সংস্কৃতি

নাম অঞ্চল
আজিলীয় সংস্কৃতি পশ্চিম ইউরোপ
বলকান মধ্য প্রস্তর যুগীয় সংস্কৃতি দক্ষিণ-পূর্বে ইউরোপ
কাস্পিয়ান সংস্কৃতি তিউনেশিয়াআলজেরিয়া
ফস্না-হেন্সবাকা সংস্কৃতি নরওয়ে
হারিফিয়ান সংস্কৃতি ইসরায়েল
কেবারান সংস্কৃতি লেভান্তে
জোমন সংস্কৃতি জাপান
কমসা সংস্কৃতি নরওয়ে
কঙ্গেমোস সংস্কৃতি স্ক্যান্ডিনেভিয়া
কুন্দা সংস্কৃতি বাল্টিক ও রাশিয়া
আয়রন গেট্‌স সংস্কৃতি রোমানিয়া/সার্বিয়া
ম্যাগ্লেমোসিয়ান সংস্কৃতি উত্তর ইউরোপ
নাতুফীয় সংস্কৃতি লেভান্ত
নেমান সংস্কৃতি বেলারুশ, লিথুয়ানিয়াপোল্যান্ড
নস্তভেত ও লিহুলত সংস্কৃতি স্ক্যান্ডিনেভিয়া
সভেটেরিয়ান সংস্কৃতি পশ্চিম ও মধ্য ইউরোপ
তার্দেনোশীয় সংস্কৃতি বেলজিয়ামফ্রান্স
জার্জিয় সংস্কৃতি দক্ষিণ-পশ্চিম এশিয়া
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.