মধুমতি এক্সপ্রেস
মধুমতি এক্সপ্রেস (ট্রেন নাম্বার- ৭৫৫/৭৫৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত রাজশাহী-ফরিদপুর-ভাঙ্গা রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উদ্বোধন হয় ১৫ ই আগস্ট ২০০৩ খ্রিস্টাব্দে।
মধুমতি এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১৫ আগস্ট ২০০৩ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | ভাঙ্গা রেলওয়ে স্টেশন |
শেষ | রাজশাহী রেলওয়ে স্টেশন |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন। (বৃহস্পতিবার বন্ধ) |
রেল নং | ৭৫৫/৭৫৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
সময়সূচী
মধুমতি আন্তনগর ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী চলে।সকাল ৮টায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী হয়ে ফরিদপুর স্টেশনে পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছায় দুপুর ২টায়। সেখানে ২৫ মিনিটের বিরতি নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ২টা ২৫ মিনিটে। ফরিদপুর স্টেশনে পৌঁছায় ২টা ৫৬ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ২টা ৫৯ মিনিটে ফরিদপুর স্টেশন থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৮ টা ২০ মিনিটে রাজশাহীতে পৌঁছায়।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া - ফরিদপুর থেকে রাজশাহী-শোভন সাধারণ ২১০, শোভন চেয়ার ২৫০ এবং প্রথম শ্রেণির চেয়ার ৩৩৫ টাকা।
যাত্রাবিরতি
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)