মতিয়ারি জেলা
মতিয়ারি জেলা (সিন্ধি: ضِلعو مٽیاري) পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি জেলা। ২০০৫ সালে হায়দ্রাবাদ জেলা থেকে বিভক্ত করে জেলাটি গঠন করা হয়েছিল।[2]
মতিয়ারি জেলা Matiari District ضِلعو مٽیاري | |
---|---|
জেলা | |
![]() মানচিত্রে সিন্ধু প্রদেশের মতিয়ারি জেলাকে তুলে ধরা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
প্রতিষ্ঠাকাল | ২০০৫ |
রাজধানী | মতিয়ারি |
আয়তন | |
• মোট | ১,৪১৭ বর্গকিমি (৫৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ৭,৬৯,৩৪৯ |
• জনঘনত্ব | ৫৪০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
ওয়েবসাইট | http://www.matiari.net/ |
ইতিহাস ও প্রশাসন
২০০৫ সালে হায়দ্রাবাদ জেলার বাইরে মতিয়ারি জেলাটি গঠন করা হয়েছিল। মতিয়ারি জেলাটি হচ্ছে বর্তমানে হায়দ্রাবাদ বিভাগের একটি অন্যতম অংশ। জেলাটি প্রশাসনিকভাবে ৩টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:[3]
- হালা
- মতিয়ারি
- সাইদাবাদ
এছাড়াও জেলাটিতে প্রায় ৩০টির মত ইউনিয়ন পরিষদ রয়েছে।
জনসংখ্যার উপাত্ত
২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুসারে মতিয়ারি জেলার মোট জনসংখ্যা ছিল প্রায় ৭৬৯,৩৪৯ জন এর মত। ১৯৯৮ সালের আদমশুমারি অনুসারে, হালা ও মতিয়ার তহসিলের প্রায় ৯২% জনসংখ্যার প্রথম ভাষা সিন্ধি ছিল, যেখানে ৩.৬% মানুষের ভাষা ছিল উর্দু।[4]
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "District Profile: Upper Sindh - Matiari"। ২৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৯।
- "NRB: Local Government Elections"। nrb.gov.pk। ২৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১২।
- PCO 1999, পৃ. 117–119।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.