মতিঝিল এ জি বি কলোনী
মতিঝিল এ,জি,বি কলোনী [1]। মতিঝিল থানার অন্তর্গত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের অস্থায়ী আবাসস্থল[2]। মতিঝিল এ জি বি কলোনি ও এর আশেপাশে রয়েছে ৯ টি স্কুল, ২টি মাদ্রাসা এবং ২টি কলেজসহ ২ টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমগ্র দেশব্যাপী সুপরিচিত মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং নটরডেম কলেজ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। মতিঝিল কলোনি, (হাসপাতাল জোন, আল হেলাল জোন ও আইডিয়াল জোন), এইচ টাইপ কোয়ার্টার, পোস্টাল কলোনি, টি এন্ড টি কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ড। আয়তন ০.৩৮ বর্গকিলোমিটার।
তথ্যসূত্র
- "মতিঝিলে ছাত্রলীগ নেতার বৃক্ষরোপণ"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- রিপোর্টার, স্টাফ। "মতিঝিল এজিবি কলোনীতে গণপূর্তের উচ্ছেদ অভিযান"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.