মঠবাড়ী ইউনিয়ন, ত্রিশাল
মঠবাড়ী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
মঠবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মঠবাড়ী ![]() ![]() মঠবাড়ী | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আব্দুল কদ্দুছ মন্ডল |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
ত্রিশাল উপজেলা সদর হইতে প্রায় ০৮ কি.মিঃ দূরে ১০নং মঠবাড়ী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
- ০১ মঠবাড়ী
- ০২ জয়দা
- ০৩ ইজারাবন্দ
- ০৪ চালাপাড়া
- ০৫ অলহরী টানপাড়া
- ০৬ অলহরী
- ০৭ দুর্গাপুর
- ০৮ খারহর
- ০৯ বাদামিয়া
- ১০ কুরুয়াগাছা
- ১১ পোড়াবাড়ী ধুরাদি
- ১২ হরিয়াগুনী
- ১৩ খাগাটি
- ১৪ ভাবনাখালী
- ১৫ রায়মনি
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৩৭.৬৯ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যাঃ ২৩৪৪২ জন। (পুরুষ-১১৮৯৯জন এবং নারী-১১৫৪৩ জন)
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার : ৬০%
শিক্ষা প্রতিষ্ঠান
- উচ্চ বিদ্যালয় -০৪টি
- দাখিল মাদরাসা-০২টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়-টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-০৮টি
- কিন্ডার গার্টেন-০৭টি
- কওমী মাদরাসা-০১টি
- ফুরকানিয়া মাদরাসা-৮১ টি
- মসজিদ-৪৫টি
- ঈদগাহ মাঠ-১৪টি
- মন্দির-০৩টি
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ আব্দুল কদ্দুছ মন্ডল
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ইদ্রিস আলী বীর মুক্তিযোদ্ধা | |
০২ | সুলতান আহাম্মেদ | |
০৩ | ডাঃ আব্দুল মজিদ | |
০৪ | মোঃ নজরুল ইসলাম | |
০৫ | মোঃ আব্দুল মতিন | |
০৬ | মোকসেদুস সেলিম ভুলু | |
০৭ | মুঞ্জুর হোসেন নয়া | |
০৮ | মোশারফ হোসেন জুয়েল | |
০৯ | মোঃ আব্দুল কদ্দুছ মন্ডল | বর্তমান |
তথ্যসূত্র
- "মঠবাড়ী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.