মঞ্জু সরকার

মঞ্জু সরকার (১ সেপ্টেম্বর ১৯৫৩) একজন বাংলাদেশী লেখক।[1] তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৮) পেয়েছেন।[2]

মঞ্জু সরকার
জন্ম (1953-09-01) ১ সেপ্টেম্বর ১৯৫৩
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনকৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়কারমাইকেল কলেজ

শিক্ষা এবং কর্মজীবন

তিনি কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় এবং কারমাইকেল কলেজে পড়াশোনা করেছেনজাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা পদ থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। তারপরে তিনি দৈনিক আমার দেশ এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসাবে কাজ করেছিলেন।[3]

রচনাসমগ্র

  • তমস (১৯৮৪)
  • নগ্ন আগন্তুক (১৯৮৬)
  • প্রতিমা উপাখ্যান (১৯৯২)
  • দাড়াবার জায়গা (১৯৯৪)
  • আবাসভূমি (১৯৯৪)
  • ভাঙ্গনের সময় ভালোবাসা (১৯৯৫)
  • মৃতা (১৯৯৫)
  • স্বপ্নচোর (১৯৯৭)
  • শিন্দুকের চবি (২০০৯)
  • 'লেখক'(২০১৯) [4]

পুরস্কার

তথ্যসূত্র

  1. "বেঙ্গল পাবলিকেশন্‌‌স  » মন্জু সরকার"বেঙ্গল পাবলিকেশন্স। ২০১৮-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১০
  2. "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭
  3. "মঞ্জু সরকার"arts.bdnews24.com। ২০১৬-০২-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১০
  4. "Peeping through the Keyhole"। ২০০৯-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.