মজ্জাকোষার্বুদ

মজ্জাকোষার্বুদ (ইংরেজি: Multiple myeloma, MM, myeloma, plasma cell myeloma, ইত্যাদি) বা মজ্জাকোষের ক্যান্সার রক্তের প্লাজমাকোষের একপ্রকার ক্যান্সার। অটো কালারের (Otto Kahler) নামানুসারে এটিকে কখনো কখনো "কালারের ব্যাধি" নামেও ডাকা হয়। এই প্লাজমাকোষগুলি অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং এরা শরীরের প্রতিরক্ষা বা অনাক্রম্য ব্যবস্থার অংশ। এই ব্যাধি থেকে বাঁচার সম্ভাবনা কম। কিমোথেরাপি দিয়ে কিংবা স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। রোগটি একটি বৃহত্তর রোগশ্রেণীর অন্তর্ভুক্ত যার নাম Hematological malignancies অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের ক্যান্সারসমূহ।

মজ্জাকোষার্বুদ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.