মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন

মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন (মঙ্গোলীয়: Монголын Хөлбөмбөгийн Холбоо, ইংরেজি: Mongolian Football Federation; এছাড়াও সংক্ষেপে এমএফএফ নামে পরিচিত) হচ্ছে মঙ্গোলিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অবস্থিত।

মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৫৯ (1959)[1]
সদর দপ্তরউলানবাটর, মঙ্গোলিয়া
ফিফা অধিভুক্তি১৯৯৮[1]
এএফসি অধিভুক্তি১৯৯৮
সভাপতি গানবাটর আমগালানবাটর
ওয়েবসাইটthe-mff.mn

এই সংস্থাটি মঙ্গোলিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মঙ্গোলীয় জাতীয় প্রিমিয়ার লীগ এবং এমএফএফ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মঙ্গোলীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গানবাটর আমগালানবাটর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন টারবাটর ডাম্বিয়াভ।

কর্মকর্তা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিগানবাটর আমগালানবাটর
সহ-সভাপতি
সাধারণ সম্পাদকটারবাটর ডাম্বিয়াভ
কোষাধ্যক্ষএঙ্খটুভশিন টুমেনজারগাল
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকএঙ্খবাট চুলুনবাট
প্রযুক্তিগত পরিচালকহাতেম সুইসি
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)রাস্তিস্লাভ বজিক
জাতীয় দলের কোচ (নারী)নাওকো কাওয়ামোটো
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:মঙ্গোলিয়া-এ ফুটবল টেমপ্লেট:মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.