মগনামা ইউনিয়ন
মগনামা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন।
মগনামা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মগনামা ![]() ![]() মগনামা | |
স্থানাঙ্ক: ২১°৪৮′৩২″ উত্তর ৯১°৫৫′৪১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | পেকুয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ ইউনুচ চৌধুরী |
আয়তন | |
• মোট | ৩৫.৯০ বর্গকিমি (১৩.৮৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,২৮৮ |
• জনঘনত্ব | ৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৬.৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৭০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
মগনামা ইউনিয়নের আয়তন ৮৮৭২ একর (৩৫.৯০ বর্গ কিলোমিটার)।[1] এটি পেকুয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মগনামা ইউনিয়নের লোকসংখ্যা ৩০,২৮৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৭১৮ জন এবং মহিলা ১৪,৫৭০ জন।[2]
অবস্থান ও সীমানা
পেকুয়া উপজেলার সর্ব-পশ্চিমে মগনামা ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রাজাখালী ইউনিয়ন; পূর্বে বারবাকিয়া ইউনিয়ন ও পেকুয়া ইউনিয়ন; দক্ষিণে উজানটিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মগনামা ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪ নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[3]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | বাজার পাড়া,পশ্চিম বাজার পাড়া,শরৎেঘোনা |
২নং ওয়ার্ড | হারুন মাতবর পাড়া,পুরাতন বহদ্দার পাড়া,ঘাট মাঝির পাড়া,লাল মিয়া পাড়া,হারগর পাড়া,করলিয়া পাড়া,সেনায়েত আলী পাড়া,মৌলভী পাড়া,ফতে আলী মার পাড়া,মাওলার পাড়া |
৩নং ওয়ার্ড | নূন্যার পাড়া,নাপিত পাড়া,মিয়াজী পাড়া,হুক্কানাহার পাড়া,আফজলিয়া পাড়া,মাঝির পাড়া,বহদ্দার পাড়া,রেইজ্যার পাড়া |
৪নং ওয়ার্ড | সিকান্দর পাড়া,পশ্চিমকুল,হাজী মৌলভী পাড়া,সিকদার পাড়া |
৫নং ওয়ার্ড | মহুরী পাড়া,মগঘোনা,দরদরীঘোনা |
৬নং ওয়ার্ড | বাইন্যাঘোনা,কুম পাড়া,ধারিয়াখালী,মটকাভাংগা,চেরাংঘোনা,পশ্চিম মটকাভাংগা |
৭নং ওয়ার্ড | পূর্বকুল,কোদাইল্যাদিয়া,চান্দার পাড়া,মৌলভীদিয়া,এবাদুল্লাহ পাড়া,বক পাড়া |
৮নং ওয়ার্ড | মরিচ্যাদিয়া,বোড়িং পাড়া,সাতঘর পাড়া,নাপিতারদিয়া,জালিয়া পাড়া,ডলন্যা পাড়া,কাক পাড়া |
৯নং ওয়ার্ড | কালার পাড়া,শুদ্ধাখালী পাড়া,বেদরবিল পাড়া,কাদের বলির পাড়া,কইড়া বাজার পাড়া,টেক পাড়া |
শিক্ষা ব্যবস্থা
মগনামা ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৫০%।[1] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- মগনামা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- [[মধ্য মগনামা সরকারি প্রথমিক বিদ্যালয়]]
- উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাঃ মনিরুজ্জামান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মগনামা ফরিদ আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মটকাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শরৎঘোনা মাহমুদুল করিম চৌধুরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখ আবদুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনালী বাজার গণপাঠশালা প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- মগনামা আদর্শ শিক্ষা নিকেতন
- মগনামা মডেল কেজি স্কুল
- উপকূলীয় আইডিয়াল স্কুল
- মগনামা এসডিএফ পাবলিক স্কুল
যোগাযোগ ব্যবস্থা
মগনামা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল পেকুয়া-মগনামা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
মগনামা ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে কুতুবদিয়া চ্যানেল। এছাড়া এ ইউনিয়নের উত্তর দিকে প্রবাহিত হচ্ছে ভোলাখাল নদী। আরো রযেছে রুই খাল।
হাট-বাজার
মগনামা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল সোনালী বাজার, মহুরীপাড়া বাজার, ফুলতলা বাজার, কাজীর মার্কেট এবং প্রাচীন মগনামা বাজার।[8]
দর্শনীয় স্থান
- মগনামা ঘাট
- মগনামা গ্রীন পার্ক
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- মুফতি সুলতান আহমদ - ইসলামি গবেষক, চিন্তক, শরিয়া আইন বিশেষজ্ঞ।
- এডভোকেট জহিরুল ইসলাম - আইনজীবী ও রাজনীতিবিদ। আওয়ামী লীগ সংসদ সদস্য ১৯৭০ সাল পাকিস্তান (জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠক, জেলা বিজ্ঞ আইনজীবী সমিতি ২য় জিপি ১৯৬৮ ইং, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর)
- আজিজুল হক চৌধুরী - শিক্ষানুরাগী ও সাবেক চেয়ারম্যান
- মাহমুদুল করিম চৌধুরী - সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ।
- মিরাজুল আজম - চিত্র শিল্পী
- ইকবাল হায়দার - সঙ্গীত শিল্পী ও গীতিকার
- ডা. শামশুল হুদা - এম.বি.বি.এস
- ডা.মো.শাহবুল হুদা চৌধুরী প্রফেসর,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।সাবেক সহকারী প্রফেসর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল- (মেডিসিন)
- শেফায়েত আজিজ রাজু- সাবেক উপজেলা চেয়ারম্যান।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মাদ ইউনুস চৌধুরী [10]
আরও দেখুন
তথ্যসূত্র
- "পেকুয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- "এক নজরে - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- "ওয়ার্ডভিত্তিক গ্রামগুলো"। magnamaup.coxsbazar.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭।
- "মাদ্রাসা - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41208&union=02%5B%5D
- "হাটবাজার - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- "জনাব, শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।