মগধ বিভাগ

মগধ বিভাগ হল ভারতের বিহার রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের সদর শহর গয়া। ২০০৫ সালের পরিস্থিতি অনুসারে, গয়া, নওয়াদা, আওরঙ্গাবাদ, জেহানাবাদঅরোয়াল জেলা নিয়ে এই বিভাগ গঠিত।

মগধ বিভাগ, বিহার
বিহারের মানচিত্রে মগধ বিভাগের অবস্থান
জেলাগয়া, নওয়াদা, আওরঙ্গাবাদ, জেহানাবাদ, অরোয়ালআরোয়াল জেলা
সদরগয়া
জনসংখ্যা (২০১১)১০,৯৩১,০১৮
কমিশনারবন্দনা কিন্নি[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Govt shifts 12 IAS officials, five get additional charge"। The Times of India। ১০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.