মকরক্রান্তি

মকরক্রান্তি বা মকরক্রান্তি রেখা বা দক্ষিণ বিষুব হল দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অক্ষাংশীয় বৃত্ত, যার উপরে সূর্য দক্ষিণায়নের সময় (২১ ডিসেম্বর তারিখে) লম্বভাবে কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধের যত দূরত্ব পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয় তার মধ্যে মকরক্রান্তি রেখা সর্ব দক্ষিণে অবস্থিত। মকরক্রান্তি রেখার সমমান বিশিষ্ট উত্তর গোলার্ধের অক্ষাংশটি হলো কর্কটক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। ১০ জুন ২০১৮ পর্যন্ত রেখাটি ২৩°২৬′১২.৮″ (বা ২৩.৪৩৬৮৯°)[1] অক্ষাংশে বিদ্যমান রয়েছে।

পৃথিবীর মানচিত্রে মকরক্রান্তি রেখা নির্দেশ করা হয়েছে
১৭৯৪ সালের স্যামুয়েল ডানের মানচিত্রে মকরক্রান্তি রেখা
চিলির আন্তোফাগাস্তাতে অবস্থিত স্তম্ভটি মকরক্রান্তি রেখা নির্দেশ করছে
লংরিচ, কুইস্নল্যান্ড, অস্ট্রেলিয়া
মকরক্রান্তি রেখা নির্দেশকারী সংকেত, মারিঙ্গা, ব্রাজিল
মকরক্রান্তি রেখায় অবস্থিত সূর্যঘড়ি, জুজুই প্রদেশ, আর্জেন্টিনা

পৃথিবী জুড়ে অবস্থান

মূল মধ্যরেখা থেকে শুরু করে পূর্বদিকে মকরক্রান্তি রেখা যেসকল এলাকার উপর দিয়ে গিয়েছেঃ

স্থানাংক দেশ, অধিকৃত এলাকা বা সমুদ্র টিকা
২৩°২৬′ দক্ষিণ ০°০′ পূর্ব আটলান্টিক মহাসাগর
২৩°২৬′ দক্ষিণ ১৪°২৭′ পূর্ব  নামিবিয়া ইরোঙ্গো, খোমাস, হারডাপ, খোমাস (পুনরায়), এবং ওমাহেকে অঞ্চল
২৩°২৬′ দক্ষিণ ২০°০′ পূর্ব  বতসোয়ানা Kgalagadi, Kweneng and Central districts
২৩°২৬′ দক্ষিণ ২৭°১৮′ পূর্ব  দক্ষিণ আফ্রিকা লিমপোপো প্রদেশ
২৩°২৬′ দক্ষিণ ৩১°৩৩′ পূর্ব  মোজাম্বিক গাজা প্রদেশ এবং ইনহাম্বানি প্রদেশ
২৩°২৬′ দক্ষিণ ৩৫°২৬′ পূর্ব ভারত মহাসাগর মোজাম্বিক প্রণালী
২৩°২৬′ দক্ষিণ ৪৩°৪৫′ পূর্ব  মাদাগাস্কার টোলিয়ারা প্রদেশ এবং ফিয়ানারান্তসয়া প্রদেশশ
২৩°২৬′ দক্ষিণ ৪৭°৩৯′ পূর্ব ভারত মহাসাগর
২৩°২৬′ দক্ষিণ ১১৩°৪৭′ পূর্ব  অস্ট্রেলিয়া পশ্চিম অস্ট্রেলিয়া, উত্তরাঞ্চল এবং কুইন্সল্যান্ড
২৩°২৬′ দক্ষিণ ১৫১°৩′ পূর্ব প্রবাল সাগর Passing just south of Cato Reef in  Australia's Coral Sea Islands Territory
২৩°২৬′ দক্ষিণ ১৬৬°৪৬′ পূর্ব প্রশান্ত মহাসাগর Passing just north of the Minerva Reefs ( টোঙ্গা), and just south of Tubuai ( ফরাসি পলিনেশিয়া)
২৩°২৬′ দক্ষিণ ৭০°৩৬′ পশ্চিম  চিলি আন্তোফাগাস্তা অঞ্চল
২৩°২৬′ দক্ষিণ ৬৭°০৭′ পশ্চিম  আর্জেন্টিনা Jujuy, Salta, Jujuy (again), Salta (again) and ফরমোসা প্রদেশ
২৩°২৬′ দক্ষিণ ৬১°২৩′ পশ্চিম  প্যারাগুয়ে Boquerón, Presidente Hayes, Concepción, San Pedro and Amambay departments
২৩°২৬′ দক্ষিণ ৫৫°৩৮′ পশ্চিম  ব্রাজিল Mato Grosso do Sul, Paraná, and São Paulo states
২৩°২৬′ দক্ষিণ ৪৫°২′ পশ্চিম আটলান্টিক মহাসাগর

মকরক্রান্তি রেখা বরাবর অবস্থিত স্থান

পৃথিবীর আণতির সাথে (ε) ক্রান্তীয় এবং মেরু বৃত্তের সম্পর্ক

মকরক্রান্তি রেখার সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত দেশগুলোর তালিকা

পৃথিবীর স্থলভাগের অধিকাংশই উত্তর গোলার্ধে অবস্থিত, তাই মাত্র চারটি দেশ সম্পূর্ণরূপে মকরক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত (পৃথিবীর মোট ৭৪ টি দেশ সম্পূর্ণরূপে কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত):

  •  লেসোথো
  •  নিউজিল্যান্ড[2]
  •  সোয়াজিল্যান্ড
  •  উরুগুয়ে

আরো দেখুন

তথ্যসূত্র

  1. obliquity of the ecliptic (Eps Mean)
  2. The Cook islands, Tokelau and Niue, which are part of the Realm of New Zealand lie above the Tropic of Capricorn.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.