মকবুল হোসেন (জামালপুরের রাজনীতিবিদ)

মকবুল হোসেন সন্টু (৬ জুন ১৯৪৩–২৮ আগস্ট ২০২১) বাংলাদেশের পাবনা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি পাবনা-২ আসনের সাংসদ ছিলেন।

মকবুল হোসেন
পাবনা-২ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীএম এ মাতিন
উত্তরসূরীওসমান গণি খান
ব্যক্তিগত বিবরণ
জন্মমকবুল হোসেন সন্টু
৬ জুন ১৯৪৩
মৃত্যু২৮ আগস্ট ২০২১
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তানচার ছেলে-মেয়ে

জন্ম ও প্রাথমিক জীবন

মকবুল হোসেন সন্টু ৬ জুন ১৯৪৩ সালে বাবার কর্মস্থল জামালপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার সুজানগরের মানিকহাট ইউনিয়নের মাঝপাড়া গ্রাম। তার এ কে এম মনসুর আলী ম্যাজিস্ট্রেট ছিলেন। মাতা হেলেন রশীদা। তার দাদা ছিলেন পুলিশ কর্মকর্তা। ৫ ভাই এবং ৫ বোনের ভাইদের মধ্যে তিনি চতুর্থ। তার বড় ভাই ফজলুল করিম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ভায়রা।

তার স্ত্রী শাহানা পারভিন। তাদের ২ ছেলে, তৌহিদ হোসেন রনি এবং তৌফিক হোসেন বনি ও ২ মেয়ে।

মকবুল হোসেন সন্টু পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৭১ সালে বিএ পরীক্ষার আগে মুক্তিযুদ্ধে জড়িত হন।

রাজনৈতিক জীবন

মকবুল হোসেন সন্টু পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2]

তথ্যসূত্র

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.