মংছেন চীং মংছিন

মংছেন চীং মংছিন (১৬ জুলাই ১৯৬১ – ৭ সেপ্টেম্বর ২০১৯) একজন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সাহিত্যিক ছিলেন।[1] গবেষণায় অবদানের জন্য তিনি ২০১৬ সালে একুশে পদক লাভ করেছিলেন।

মংছেন চীন মংছিন
জন্ম(১৯৬১-০৭-১৬)১৬ জুলাই ১৯৬১
মৃত্যু৭ সেপ্টেম্বর ২০১৯(2019-09-07) (বয়স ৫৮)
জাতীয়তাবাংলাদেশি
পেশাসাংবাদিক
গবেষক
সাহিত্যিক
দাম্পত্য সঙ্গীশোভা রানী ত্রিপুরা
সন্তান
পুরস্কারএকুশে পদক ২০১৬

জীবনী

মংছেন চীং মংছিন ১৯৬১ সালের ১৬ জুলাই কক্সবাজারের চালহাট্টায় এক রাখাইন পরিবারে জন্মগ্রহণ করেন।[1][2] তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষদের নিয়ে সাহিত্যচর্চা গবেষণা কর্মে লিপ্ত ছিলেন তিনি। ১৯৮০ সালে তার রচিত প্রথম বই কক্সবাজার রাখাইন ছাত্রসমাজ প্রকাশিত হয়।[1] তিনি বিশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন।[2] তিনি গিরিদর্পণঅরণ্যবার্তা নামের দুইটি স্থানীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করতেন।[2]

মংছেন চীং মংছিন ১৯৮৪ সালে শিক্ষক ও লেখক শোভা রানী ত্রিপুরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[2] শোভা রানী ত্রিপুরা ২০১৭ সালে রোকেয়া পদক লাভ করেছিলেন।[3] তাদের সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল।[1]

মংছেন চীং মংছিন গবেষণায় অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক লাভ করেছিলেন।[4][5][6]

মংছেন চীং মংছিন ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[1][2][7]

তথ্যসূত্র

  1. "একুশে পদকপ্রাপ্ত লেখক মংছেনচীং মংছিন আর নেই"ডিবিসি নিউজ। ৭ সেপ্টেম্বর ২০১৯। ১৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  2. "একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক মংছেনচিং আর নেই"বিডিনিউজ২৪.কম। ৭ সেপ্টেম্বর ২০১৯। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  3. "Five receive Rokeya Padak"Dhaka Tribune। ৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  4. "PM to hand over Ekushey Padak 2016 today"The Independent। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  5. "একুশে পদক পেলেন ১৬ জন"সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  6. "PM hands Ekushey Padak 2016"The Daily Star। ২০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
  7. "একুশে পদকপ্রাপ্ত মংছেনচীং মংছিন আর নেই"ইত্তেফাক। ৭ সেপ্টেম্বর ২০১৯। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.