ভোলা-২

ভোলা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৬নং আসন।

ভোলা-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাভোলা জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার২,৯৭,০২৩ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআলী আজম

সীমানা

ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলাবোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৮৮ সিদ্দিকুর রহমান [4]
১৯৯১ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
সেপ্টেম্বর ১৯৯১ উপ-নির্বাচন মোশাররফ হোসেন শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ নিজাম উদ্দিন আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ হাফিজ ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আলী আজম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আলী আজম বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: ভোলা-২[5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আলী আজম ১,৫৬,৬৯৭ ৯৪.৮ +৩৮.৬
জাতীয় পার্টি মো. সালাহ উদ্দিন ৮,৫৬১ ৫.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৪৮,১৩৬ ৮৯.৬ +৭৬.২
ভোটার উপস্থিতি ১,৬৫,২৫৮ ৬৫.২ -১৮.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ভোলা-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ১,০৩,২৮২ ৫৬.২ +১৭.০
বিএনপি আশিকুর রহমান ৭৮,৭৩০ ৪২.৯ -১৬.৮
বিকেএ আবু জাফর কাসেমী ৬৭৯ ০.৪ প্র/না
ইসলামী আন্দোলন মো. ইউসুফ ৬৪৫ ০.৪ প্র/না
Gano Front কৃষক মো. সাদেক ৩১৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৫৫২ ১৩.৪ -৭.১
ভোটার উপস্থিতি ১,৮৩,৬৫৫ ৮৩.৩ +৩২.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ভোলা-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি হাফিজ ইব্রাহিম ৮২,৯২৭ ৫৯.৭ +১৭.৬
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৫৪,৪৩৭ ৩৯.২ -১১.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. জাহাঙ্গীর আলম শিকদার ৫১৩ ০.৪ প্র/না
স্বতন্ত্র মো. মোর্শেদ আলম ৩০১ ০.২ প্র/না
স্বতন্ত্র মো. মোস্তাফিজুর রহমান ২৬৩ ০.২ প্র/না
স্বতন্ত্র শাহ মো. মোসলেহ উদ্দিন ২১২ ০.২ প্র/না
স্বতন্ত্র মীর মো. শাহাবুদ্দিন ২০৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৪৯০ ২০.৫ +১১.৯
ভোটার উপস্থিতি ১,৩৮,৮৫৬ ৫১.০ -১১.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

a

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ভোলা-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৪৮,৯২৪ ৫০.৭
বিএনপি হাফিজ ইব্রাহিম ৪০,৬৪৩ ৪২.১
জামায়াতে ইসলামী মোহাম্মদ ফয়জুল করিম ৪,৫৬২ ৪.৭
জাতীয় পার্টি মোহাম্মদ কায়কোবাদ মিয়া ৫৮৩ ০.৬
ইসলামী ঐক্য জোট মো. আব্দুল করিম ৫৫১ ০.৬
ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন ক্বারী গোলাম মোস্তফা ৪৯৫ ০.৫
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি মো. সালাম উদ্দিন ৩৬২ ০.৪
ফ্রিডম পার্টি মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ২০৮ ০.২
স্বতন্ত্র মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন ১৪৯ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৮,২৮১ ৮.৬
ভোটার উপস্থিতি ৯৬,৪৭৭ ৬২.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯১ সালের নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলা-১ ও ভোলা-২ আসনের নির্বাচনে দাড়ান। নির্বাচনে তিনি উভয় আসনে জয় লাভ করলে, তিনি ভোলা-১ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফলে ভোলা ২ আসনে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে।[9] ১৯৯১-এর উপ-নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন শাহজাহান নির্বাচিত হন।[10]

সাধারণ নির্বাচন ১৯৯১: ভোলা-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৩৮,৬২৬ ৪৮.৪
জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জুর ২৩,৪৪৫ ২৯.৪
বিএনপি মো. শহীদুল হক চৌধুরী ৮,৬৭০ ১০.৯
জামায়াতে ইসলামী সৈয়দ জামাল উদ্দিন জাফরি ৬,৫৪৬ ৮.২
স্বতন্ত্র মো. সিদ্দিক মিয়া ১,৪২৭ ১.৮
জাসদ (রব) এসকে. ফরিদ ৩৬৬ ০.৫
ফ্রিডম পার্টি ইউসুফ ম্যানেজার ২৩৬ ০.৩
জাকের পার্টি মাহবুব মিয়া ২০৮ ০.৩
স্বতন্ত্র সেলিম ১৭৬ ০.২
স্বতন্ত্র মহব্বত জান চৌধুরী ১০৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৫,১৮১ ১৯.০
ভোটার উপস্থিতি ৭৯,৮০৭ ৩০.২
থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "Bhola-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  9. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮
  10. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা 243আইএসবিএন 0-7546-1628-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.