ভের্নার হের্ৎসগ

ভের্নার হের্ৎসগ (জার্মান: Werner Herzog) (জন্ম: ৫ই সেপ্টেম্বর, ১৯৪২) জার্মান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা এবং অপেরা পরিচালক। রাইনার ভের্নার ফাসবিন্ডার, মার্গারেটে ফন ট্রট্টা, ফোকার শ্লোনডর্ফ, ভিম ভেন্ডার্স এবং অন্যান্যদের সাথে তাকেও জার্মান নবতরঙ্গ আন্দোলনের অন্যতম ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তার ছবিতে অসম্ভব স্বপ্নকে তাড়া করে বেড়ানো নায়ক চরিত্র[1] এবং খুব সাধারণ কোন ক্ষেত্রে সাধারণ মানুষের ব্যতিক্রমধর্মী ও অনন্য গুণের পরিচয় পাওয়া যায়।[2]

ভের্নার হের্ৎসগ
ব্রাসেলসে, জানুয়ারি ১১, ২০০৭
জন্ম
ভের্নার হের্ৎসগ স্টিপেটিক

(1942-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৪২
পেশাঅভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক
কর্মজীবন১৯৬২-বর্তমান
দাম্পত্য সঙ্গীমার্টেজি গ্রোমান
(১৯৬৭–১৯৮৭)
ক্রিস্টিন মারিয়া অ্যাবেনবার্গার (১৯৮৭–১৯৯৪)
লেনা হের্ৎসগ
(১৯৯৯-বর্তমান)
ওয়েবসাইটwernerherzog.com

তথ্যসূত্র

  1. "40 Great Actor & Director Partnerships: Klaus Kinski & Werner Herzog"Empire Magazine। ২০১২-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৯
  2. "Werner Herzog and his film language"thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.