ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন

ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Venezolana de Fútbol, ইংরেজি: Venezuelan Football Federation; এছাড়াও সংক্ষেপে এফভিএফ নামে পরিচিত) হচ্ছে ভেনেজুয়েলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত।

ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন
কনমেবল
প্রতিষ্ঠিত১৯২৬ (1926)[1]
সদর দপ্তরকারাকাস, ভেনেজুয়েলা
ফিফা অধিভুক্তি১৯৫২[1]
কনমেবল অধিভুক্তি১৯৫২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

এই সংস্থাটি ভেনেজুয়েলার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২০ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ভেনেজুয়েলীয় প্রথম বিভাগ, ভেনেজুয়েলীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কোপা ভেনেজুয়েলার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তমাস আলবারেস।

কর্মকর্তা

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতি
সহ-সভাপতি
সাধারণ সম্পাদকতমাস আলবারেস
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকনেস্তর বোমঁত
প্রযুক্তিগত পরিচালকমানুয়েল গন্সালেস
ফুটসাল সমন্বয়কারীরাফায়েল আলমার্সা
জাতীয় দলের কোচ (পুরুষ)হোসে পেসেইরো
জাতীয় দলের কোচ (নারী)পামেলা কোন্তি
রেফারি সমন্বয়কারীলেওনার্দো তারিকানি

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.